০২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
চৌহালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সোমবার (১০ মার্চ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মো: হেকমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ সিফাত, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান কবির, পল্লী উন্নয়ন অফিসার সেলিম রেজা, সমাজ সেবা অফিসার মামুনুর রহমান প্রাণী সম্প্রসারণ অফিসার ডা: জান্নাতি, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবলু, আনসার ও ভিডিপির প্রশিক্ষক আবদুল মান্নান মৃধা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান হাবলু, কোদালিয়া দাখিল মাদ্রাসার সুপার আবদুল বাতেন ও ইউএনও দপ্তরের আবুল হাসেম প্রমুখ।
এছাড়াও ফায়ার সার্ভিসের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন সংগঠন ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
বাখ//আর