০৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ধর্ষণ বেড়ে গেছে, নারীদের নিরাপত্তা নেই: রিজভী

অনলাইন ডেস্ক

আজকাল ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে, সেইসাথে নারীদের নিরাপত্তা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। দ্রুততম সময়ের মধ্যে মাগুরার শিশুটির ওপর জুলুমকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

মাগুরায় শিশু ধর্ষণের প্রতিবাদে সোমবার (১০ মার্চ) রাজধানীতে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিবাদী র‍্যালিতে অংশ নিয়ে এসব বলেন রিজভী। এসময় তিনি আরও বলেন, গত ১৫ বছরের শেখ হাসিনার আমলে শিশু নির্যাতনের এক মহা উৎসব চলেছে।

তিনি বলেন, আমরা সরকারের কাছে বলতে চাই, দ্রুততম সময়ে ধর্ষণকারীদের বিচার করতে হবে, যেন অন্য অপরাধীদের হৃৎকম্পন হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় মাগুরার ধর্ষিতা শিশুটির বিষয়ে খোঁজ-খবর রাখছেন।

রিজভী আরও বলেন, দেশের বিভিন্ন জেলায় ডিসি-এসপিদের কক্ষে গিয়ে তাদের কাজ তদারকি করছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। অথচ তাদের থাকার কথা ক্লাস ও লাইব্রেরিতে। বিগত দিনে ফ্যাসিস্ট পতনের আন্দোলনে তাদেরও অনেক অবদান রয়েছে। তাই তাদের উচিত ক্যাম্পাসে ফিরে গিয়ে সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানো।

তিনি বলেন, শেখ হাসিনার ভাইয়ের নামে ব্যাংক ডাকাতির অভিযোগ রয়েছে। এখন তার ভাইয়ের কাহিনি যদি পাঠ্য বইয়ে থাকে তাহলে শিশুরা কী শিখবে? শেখ হাসিনা নীতি নৈতিকতার কোনো বালাই রাখেনি। তার মন্ত্রীরা সব লুট করেছে।

মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেন, শেখ হাসিনার সময়ে ধর্ষণকারীদের পুরস্কৃত করা হতো। আর বিএনপির সময়ে ধর্ষণের ঘটনায় উপযুক্ত বিচার হয়েছে। সাম্প্রতিক সময়ে বিচারহীনতার সংস্কৃতির কারণে নারী ও শিশু ধর্ষণের হার দিন দিন বাড়ছে। মাগুরার ৮ বছরের শিশু ধর্ষণকারীদের জনসম্মুখে বিচার করতে হবে।

ধর্ষিতা শিশুটির বোনের শাশুড়িরও ফাঁসি দাবি করে মহিলা দলের সভানেত্রী বলেন, ১৮০ দিনে নয়, এক সপ্তাহের মধ্যেই ধর্ষণ মামলার আসামিদের বিচার নিশ্চিত করতে হবে।

জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহিনুর নার্গিসের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি নেওয়াজ হালিমা আর্নি, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাম্মি আক্তার, ঢাকা মহানগর দক্ষিণের সভানেত্রী রুমা আক্তার, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব অ্যাডভোকেট রুনা লায়লা প্রমুখ।

মিছিলে ধর্ষক ও নিপীড়নকারীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০২:০১:৪১ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
৭০ জন দেখেছেন

ধর্ষণ বেড়ে গেছে, নারীদের নিরাপত্তা নেই: রিজভী

আপডেট : ০২:০১:৪১ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

আজকাল ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে, সেইসাথে নারীদের নিরাপত্তা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। দ্রুততম সময়ের মধ্যে মাগুরার শিশুটির ওপর জুলুমকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

মাগুরায় শিশু ধর্ষণের প্রতিবাদে সোমবার (১০ মার্চ) রাজধানীতে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিবাদী র‍্যালিতে অংশ নিয়ে এসব বলেন রিজভী। এসময় তিনি আরও বলেন, গত ১৫ বছরের শেখ হাসিনার আমলে শিশু নির্যাতনের এক মহা উৎসব চলেছে।

তিনি বলেন, আমরা সরকারের কাছে বলতে চাই, দ্রুততম সময়ে ধর্ষণকারীদের বিচার করতে হবে, যেন অন্য অপরাধীদের হৃৎকম্পন হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় মাগুরার ধর্ষিতা শিশুটির বিষয়ে খোঁজ-খবর রাখছেন।

রিজভী আরও বলেন, দেশের বিভিন্ন জেলায় ডিসি-এসপিদের কক্ষে গিয়ে তাদের কাজ তদারকি করছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। অথচ তাদের থাকার কথা ক্লাস ও লাইব্রেরিতে। বিগত দিনে ফ্যাসিস্ট পতনের আন্দোলনে তাদেরও অনেক অবদান রয়েছে। তাই তাদের উচিত ক্যাম্পাসে ফিরে গিয়ে সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানো।

তিনি বলেন, শেখ হাসিনার ভাইয়ের নামে ব্যাংক ডাকাতির অভিযোগ রয়েছে। এখন তার ভাইয়ের কাহিনি যদি পাঠ্য বইয়ে থাকে তাহলে শিশুরা কী শিখবে? শেখ হাসিনা নীতি নৈতিকতার কোনো বালাই রাখেনি। তার মন্ত্রীরা সব লুট করেছে।

মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেন, শেখ হাসিনার সময়ে ধর্ষণকারীদের পুরস্কৃত করা হতো। আর বিএনপির সময়ে ধর্ষণের ঘটনায় উপযুক্ত বিচার হয়েছে। সাম্প্রতিক সময়ে বিচারহীনতার সংস্কৃতির কারণে নারী ও শিশু ধর্ষণের হার দিন দিন বাড়ছে। মাগুরার ৮ বছরের শিশু ধর্ষণকারীদের জনসম্মুখে বিচার করতে হবে।

ধর্ষিতা শিশুটির বোনের শাশুড়িরও ফাঁসি দাবি করে মহিলা দলের সভানেত্রী বলেন, ১৮০ দিনে নয়, এক সপ্তাহের মধ্যেই ধর্ষণ মামলার আসামিদের বিচার নিশ্চিত করতে হবে।

জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহিনুর নার্গিসের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি নেওয়াজ হালিমা আর্নি, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাম্মি আক্তার, ঢাকা মহানগর দক্ষিণের সভানেত্রী রুমা আক্তার, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব অ্যাডভোকেট রুনা লায়লা প্রমুখ।

মিছিলে ধর্ষক ও নিপীড়নকারীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।