বাঙ্গালহালিয়াতে ভোক্তা অধিকার অভিযানে তিন দোকানীকে জরিমানা

অস্বাস্থ্যকর খাবার রাখাই উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া পণ্য সংরক্ষণের দায়ে তিন প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১০ মার্চ ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজার এলাকায় তদারকি অভিযানে গাউছিয়া হোটেল এন্ট মাতৃভান্ডার কুলিংকর্ণার নামে দুটি প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদ উত্তীর্ণ তরল দুধ সংরক্ষণ করাসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যত্যয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় প্রত্যেককে চার হাজার টাকা করে জরিমানা করা হয়।
এছাড়া কাপরের রং টেক্সটাইল ডাইং বিক্রি করার অপরাধে অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে মেসাস আজিজ ষ্টোর কে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে কয়েকটি প্রতিষ্ঠান মনিটরিং করে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির উপপরিচালক রানা দেব নাথ। অভিযান কালে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর নুরুল আমিন।
অভিযানকালে বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
বাখ//আর