মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন বন্ধের দাবিতে ,মানববন্ধন সমাবেশ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালি ইউনিয়নের আতামারি এলাকায় ফসলি জমি নষ্ট করে অবধৈভাবে মাটি -বালি উত্তোলন করে বিক্রির অভিযোগ করছেন এলাকাবাসী।গতকাল রবি বার(৯মার্চ ) দুপুরে ওই এলাকার প্রায় দুই শতাধিক নারী পুরুষ তাদের ফসলি জমির পাশে মানবন্ধন করেছেন।
ওই এলাকার কৃষক আবু সামা, মোঃ রবিউল ফকির,মোঃ শফিকুল ইসলাম,মোঃ মদিনা আকন্দ,আলহাজ সোলাইমানসহ অনেকের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমানসহ কয়েকজন লোক জোড়খালি ইউনিয়নের চর কুকুরমারি মৌজার জমি থেকে ড্রেজার দিয়ে বালু-মাটি উত্তোলন করে বিক্রি করছেন। সে খানে চারটি ড্রেজার বসিয়ে মাটি উত্তোলন করছেন।
ফলে ফসলি জমি দেবে যাচ্ছে।এতেকরে ওই এলাকার ফসলি জমি,শিক্ষা প্রতিষ্ঠান,ব্রিজ,রাস্তা-ঘাট,বাড়ি-ঘর গাছপালাসহ বিভিন্ন স্থাপনা ঝুঁকির মধ্যে পড়েছে। এলাকাবাসী তাদের ক্ষোভ থেকে বলেন, আমরা দরিদ্র কৃষক আমাদের সম্পদরক্ষার জন্য বিভিন্ন স্থানে লিখিত অভিযোগ করেও কোন ফল পাচ্ছিনা। উপরন্ত বালি ব্যবসায়ীরা তাদের হয়রানির করার জন্য মামলার ভয়ভিতি দেখাচ্ছে।
এব্যপারে সংশ্লিষ্ট জোড়খালি ইউনিয়নের বিএনপির সভাপতি মোঃ মজিবর রহমান বলেন,আমি ওই এলাকার জমির মালিকদের কাছ থেকে ১৫ বিঘা জমির মাটি ক্রয়করেছি এবং তাদের জমির ফসলের মূল্যও পরিশোধ করে দিয়েছি।কতিপয় কিছু লোকের সার্থের ক্ষতির কারনে তার আমাদের বিরোদ্ধে বিভিন্ন যায়গায় অভিযোগ করছেন। মোঃ মজিবর রহমান আরো জানান, এই মাটি মাদারগঞ্জ কাইজার চরে সোলার প্ল্যালান বিদ্যুৎ কেন্দ্রেই দিচ্ছি।সরকারের উন্নয়ন কাজেই দিচ্ছি ।
এখানে আমাদের কোন অসৎ উদ্দেশ্য নাই।আমরা টাকার বিনিময়ে মাটি কিনে নিয়েছি এবং জমির মালিক আমাদের সাথে চুক্তিবদ্ধ।
বাখ//আর