‘তানভীর ও রাখাল রাহা কমিশন বাণিজ্যে জড়িত, এ সংবাদ ঠিক নয়’

এনসিপির গাজি সালাউদ্দিন আহমেদ তানভীর ও রাখাল রাহা ৪০০ কোটি টাকার কমিশন বাণিজ্যের জড়িত, এমন সংবাদ ঠিক নয় বলে জানিয়েছেন এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান। আজ (মঙ্গলবার, ১১ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘এনসিপি’র গাজি সালাউদ্দিন আহমেদ তানভীর ও রাখাল রাহা ৪০০ কোটি টাকার কমিশন বাণিজ্যের জড়িত, এমন সংবাদ ঠিক নয়।’
এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান বলেন, ‘শিক্ষা ও শিক্ষাক্রম নিয়ে রাখাল রাহার দখল আছে বলেই শিক্ষা উপদেষ্টা তাকে পাঠ্যবই পরিমার্জনের কমিটিতে অন্তর্ভুক্ত করে। ৪১ সদস্যের মধ্যে তিনি একজন। রাখাল রাহা স্বপ্রণোদিত হয়ে এসেছেন, কাজ করেছেন।’
তিনি বলেন, ‘বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজমসহ পরিমার্জনের সাথে অনেকেই ছিলেন, কোনো কিছুর জন্য এককভাবে রাখাল রাহার দায় নেই।’
ফেসবুক পোস্টের কারণে রাখাল রাহার ব্যক্তিগত বিষয়, এর সাথে কাজের কোনো বিষয় নেই বলেও জানান তিনি।
এনসিটিবি চেয়ারম্যান বলেন, ১০ম শ্রেণির ৫ কোটি ৬৯ লাখ অতিরিক্ত বইয়ের জন্য ৫২৫ কোটি টাকা অতিরিক্ত লেগেছে। ৪ কোটি টাকার কাগজই আমদানি করা হয়নি। ১০২ কোটি টাকার কাগজ আমদানি করা হয়। ৪০০ কোটি টাকার কমিশনের সংবাদ ভিত্তিহীন।’