০২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রাশিয়ার সঙ্গে ১ মাসের জন্য যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

অবশেষে তিন বছরের যুদ্ধয় এবার কি বিরতি? বহু রক্তপাত, বহু জীবনহানি, গোলাবারুদের গন্ধ, কৃটনৈতিক টানাপোড়েনের পর অবশেষে যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি জেলেনেস্কির দেশ। এবার কী করবে রাশিয়া ?

আগেই ইউক্রেন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে যুদ্ধ থামিয়ে শান্তি ফেরানোর পর ওপর চাপ দিয়েছিলেন ট্রাম্প। সে বৈঠকে বাগবিতণ্ডা চরমে ওঠে। আর তাতেও কাজ না হওয়ায়, ইউক্রেনকে সবরকম সামরিক সাহায্য বন্ধ করার ঘোষণাও করে দেন ট্রাম্প।

অবশেষে আমেরিকার প্রস্তাবেই সায় দিল ইউক্রেন। ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হল তারা। মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্র-ইউক্রেন আরেকপ্রস্থ আলোচনা হয়। তারপর ভারতীয় সময় ভোর রাতে এক যৌথ বিবৃতিতে যুদ্ধ বিরতিতে সম্মতির কথা জানানো হয়েছে ইউক্রেনের তরফে। ওই বৈঠকের পর যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আবার সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য দিতে রাজি হয়েছে। বৈঠকের পর যৌথ বিবৃতিতে বলা হয়, রাশিয়ার সঙ্গে আপাতত ৩০ দিনের একটি অন্তর্বর্তী যুদ্ধবিরতির পথে হাঁটছে তারা। পরবর্তীতে স্থায়ীভাবে যুদ্ধের অবসানের জন্য আলোচনা শুরু করতেও রাজি ইউক্রেন। এদিনের বৈঠকে মার্কিন ও ইউক্রেনের প্রতিনিধিরা ছিলেন। কিন্তু রাশিয়ার কোনও প্রতিনিধি ছিলেন না।

সৌদি আরবের মধ্যস্থতায় মঙ্গলবার জেদ্দায় এই বৈঠকের আগেই সোশ্যাল মিডিয়া পোস্টে জেলেনস্কি লেখেন, যুদ্ধের শুরু থেকেই ইউক্রেন শান্তির চেয়ে আসছে। ‘আমরা সব সময় বলেছি যে, যুদ্ধ অব্যাহত থাকার একমাত্র কারণ রাশিয়া’

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ১১:০৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
৭২ জন দেখেছেন

রাশিয়ার সঙ্গে ১ মাসের জন্য যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন

আপডেট : ১১:০৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

অবশেষে তিন বছরের যুদ্ধয় এবার কি বিরতি? বহু রক্তপাত, বহু জীবনহানি, গোলাবারুদের গন্ধ, কৃটনৈতিক টানাপোড়েনের পর অবশেষে যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি জেলেনেস্কির দেশ। এবার কী করবে রাশিয়া ?

আগেই ইউক্রেন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে যুদ্ধ থামিয়ে শান্তি ফেরানোর পর ওপর চাপ দিয়েছিলেন ট্রাম্প। সে বৈঠকে বাগবিতণ্ডা চরমে ওঠে। আর তাতেও কাজ না হওয়ায়, ইউক্রেনকে সবরকম সামরিক সাহায্য বন্ধ করার ঘোষণাও করে দেন ট্রাম্প।

অবশেষে আমেরিকার প্রস্তাবেই সায় দিল ইউক্রেন। ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হল তারা। মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্র-ইউক্রেন আরেকপ্রস্থ আলোচনা হয়। তারপর ভারতীয় সময় ভোর রাতে এক যৌথ বিবৃতিতে যুদ্ধ বিরতিতে সম্মতির কথা জানানো হয়েছে ইউক্রেনের তরফে। ওই বৈঠকের পর যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আবার সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য দিতে রাজি হয়েছে। বৈঠকের পর যৌথ বিবৃতিতে বলা হয়, রাশিয়ার সঙ্গে আপাতত ৩০ দিনের একটি অন্তর্বর্তী যুদ্ধবিরতির পথে হাঁটছে তারা। পরবর্তীতে স্থায়ীভাবে যুদ্ধের অবসানের জন্য আলোচনা শুরু করতেও রাজি ইউক্রেন। এদিনের বৈঠকে মার্কিন ও ইউক্রেনের প্রতিনিধিরা ছিলেন। কিন্তু রাশিয়ার কোনও প্রতিনিধি ছিলেন না।

সৌদি আরবের মধ্যস্থতায় মঙ্গলবার জেদ্দায় এই বৈঠকের আগেই সোশ্যাল মিডিয়া পোস্টে জেলেনস্কি লেখেন, যুদ্ধের শুরু থেকেই ইউক্রেন শান্তির চেয়ে আসছে। ‘আমরা সব সময় বলেছি যে, যুদ্ধ অব্যাহত থাকার একমাত্র কারণ রাশিয়া’