দিনাজপুরে ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি পালিত

বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স এসোসিয়েশন কর্তৃক ঘোষিত ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরেও জাতীয় পরিচয়পত্র (NID) সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দিনাজপুর জেলা নির্বাচন অফিসের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলার নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
ভোটার তালিকার সঙ্গে এনআইডি: ১৭ বছরের সাফল্য
কর্মসূচিতে বক্তারা বলেন, জাতীয় পরিচয়পত্র (NID) মূলত ভোটার তালিকার ভিত্তিতেই সৃষ্টি হয়েছে। গত ১৭ বছর ধরে বাংলাদেশ নির্বাচন কমিশন (EC) সফলভাবে এনআইডি কার্যক্রম পরিচালনা করে আসছে। অতীতে সরকার এটি সুরক্ষা সেবা বিভাগে নেওয়ার চেষ্টা করলেও জনগণের দাবির মুখে সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছিল।
সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেয়ার সিদ্ধান্ত বাতিল করে নির্বাচন কমিশনের অধীনেই রাখার পক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু এখনো একটি মহল এনআইডির পৃথক কমিশন গঠনের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন নির্বাচন কর্মকর্তারা।
সরকারের কার্যকর পদক্ষেপের দাবি:
বক্তারা আরও জানান, গত ৫ মার্চ নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দেওয়া হয়, যাতে এনআইডি ইসির অধীনেই থাকে। এরপর ৯ মার্চ কমিশন সরকারকে চিঠি পাঠালেও এখনও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি দ্রুত সরকার থেকে ইতিবাচক সিদ্ধান্ত না আসে, তবে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স এসোসিয়েশন পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করবে।
সারাদেশের মতো দিনাজপুরেও ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে নির্বাচন কর্মকর্তারা তাদের দৃঢ় অবস্থান তুলে ধরেছেন। এখন সবার নজর সরকারের পরবর্তী সিদ্ধান্তের দিকে।
বাখ//আর