০২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে শিবপুরে নিখোঁজের ৬ দিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে নিখোঁজের ছয় দিন পর সোহেল রানা নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ মার্চ) দুপুরে শিবপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের ভূরবুড়িয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সোহেল রানা (২৫) শিবপুর উপজেলার জগৎপুরের ছেদু মিয়ার ছেলে। পেশায় তিনি একজন রিকশাচালক।

নিহতের মা কোহিনুর বেগম জানান, তার ছেলে সোহেল রানা গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতার শেষ করে রিকশা নিয়ে বের হয়। পরে ভূরবুড়িয়া এলাকার একটি সেতু সংলগ্ন স্থানে তার রিকশাটি পাওয়া গেলেও সোহেলের কোনো খোঁজ মেলেনি। ছয় দিন পর বুধবার পুলিশ ফোন করে মরদেহ উদ্ধারের খবর জানায়।

তিনি বলেন, “আমার ছেলের সঙ্গে কারও শত্রুতা ছিল না। কে বা কারা তাকে হত্যা করে ডোবায় ফেলে রেখেছে, তা তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার অনুরোধ জানাচ্ছি।”

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অর্ধগলিত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে।

বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ১০:১৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
৮৬ জন দেখেছেন

নরসিংদীতে শিবপুরে নিখোঁজের ৬ দিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ১০:১৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

নরসিংদীর শিবপুরে নিখোঁজের ছয় দিন পর সোহেল রানা নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ মার্চ) দুপুরে শিবপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের ভূরবুড়িয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সোহেল রানা (২৫) শিবপুর উপজেলার জগৎপুরের ছেদু মিয়ার ছেলে। পেশায় তিনি একজন রিকশাচালক।

নিহতের মা কোহিনুর বেগম জানান, তার ছেলে সোহেল রানা গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতার শেষ করে রিকশা নিয়ে বের হয়। পরে ভূরবুড়িয়া এলাকার একটি সেতু সংলগ্ন স্থানে তার রিকশাটি পাওয়া গেলেও সোহেলের কোনো খোঁজ মেলেনি। ছয় দিন পর বুধবার পুলিশ ফোন করে মরদেহ উদ্ধারের খবর জানায়।

তিনি বলেন, “আমার ছেলের সঙ্গে কারও শত্রুতা ছিল না। কে বা কারা তাকে হত্যা করে ডোবায় ফেলে রেখেছে, তা তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার অনুরোধ জানাচ্ছি।”

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অর্ধগলিত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে।

বাখ//আর