০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

অক্টোবরে আফগানিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

গত বছর জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ আয়োজন করতে চেয়েছিল আফগানিস্তান। ওই সিরিজে ২ টেস্ট, ৩ ওয়ানডে আর ৩ টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকে নজর দিয়ে সিরিজটি বাতিলের অনুরোধ জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পরে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) গ্রেটার নইডাতে শুধু সাদা বলের সিরিজে আতিথ্য দিতে চেয়েছিল বাংলাদেশকে। ভারতের ওই অংশ আন্তর্জাতিক ক্রিকেটের জন্য আদর্শ নয় জানিয়ে সে সিরিজও খেলতে অনীহা জানায় বিসিবি। পরে নভেম্বরে দুদল আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি হিসেবে সংযুক্ত আরব আমিরাতে ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়। তবে টেস্ট কিংবা টি-টোয়েন্টি সিরিজ আলোর মুখ দেখেনি।

শুরুতে কয়েকদফা স্থগিত হলেও নতুন করে আলোচনায় এসেছে দুদলের টি-টোয়েন্টি সিরিজ। আগামী অক্টোবরে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে বাংলাদেশকে আতিথ্য দিতে চায় আফগানিস্তান। ৩ ম্যাচের ওই প্রস্তাবিত টি-টোয়েন্টি সিরিজ নিয়ে এরই মধ্যে দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছে। এ সফরসূচি নিয়ে কাজ করছেন, বিসিবির এমন একজন কর্মকর্তা ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিসিবির ওই কর্মকর্তা বলেছেন, ‘এর আগে যে সিরিজটি স্থগিত হয়েছিল, সেটা নিয়ে আমরা এরইমধ্যে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সঙ্গে আলোচনা শুরু করেছি। আশা করি রমজানের পরে আরো আলোচনা হবে। আমরা ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ভাবছি। এ সিরিজকে আমরা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বিবেচনা করছি।’

সিরিজটি অক্টোবরে মাঠে গড়াতে পারে কিনা, এমন সম্ভাবনার কথা জানতে চাইলে বিসিবির ওই কর্মকর্তা বলেছেন, ‘বার্ষিক সূচি দেখলে কিছুটা ধারণা পাবেন। ওই সময় (অক্টোবরের ২ থেকে ১২ তারিখ) কিছুটা ফাঁকা আছে। আমরা সময়সূচি চূড়ান্ত করার জন্য আলোচনা করছি।’

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০১:০৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
৭৭ জন দেখেছেন

অক্টোবরে আফগানিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ

আপডেট : ০১:০৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

গত বছর জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ আয়োজন করতে চেয়েছিল আফগানিস্তান। ওই সিরিজে ২ টেস্ট, ৩ ওয়ানডে আর ৩ টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকে নজর দিয়ে সিরিজটি বাতিলের অনুরোধ জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পরে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) গ্রেটার নইডাতে শুধু সাদা বলের সিরিজে আতিথ্য দিতে চেয়েছিল বাংলাদেশকে। ভারতের ওই অংশ আন্তর্জাতিক ক্রিকেটের জন্য আদর্শ নয় জানিয়ে সে সিরিজও খেলতে অনীহা জানায় বিসিবি। পরে নভেম্বরে দুদল আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি হিসেবে সংযুক্ত আরব আমিরাতে ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়। তবে টেস্ট কিংবা টি-টোয়েন্টি সিরিজ আলোর মুখ দেখেনি।

শুরুতে কয়েকদফা স্থগিত হলেও নতুন করে আলোচনায় এসেছে দুদলের টি-টোয়েন্টি সিরিজ। আগামী অক্টোবরে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে বাংলাদেশকে আতিথ্য দিতে চায় আফগানিস্তান। ৩ ম্যাচের ওই প্রস্তাবিত টি-টোয়েন্টি সিরিজ নিয়ে এরই মধ্যে দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছে। এ সফরসূচি নিয়ে কাজ করছেন, বিসিবির এমন একজন কর্মকর্তা ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিসিবির ওই কর্মকর্তা বলেছেন, ‘এর আগে যে সিরিজটি স্থগিত হয়েছিল, সেটা নিয়ে আমরা এরইমধ্যে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সঙ্গে আলোচনা শুরু করেছি। আশা করি রমজানের পরে আরো আলোচনা হবে। আমরা ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ভাবছি। এ সিরিজকে আমরা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বিবেচনা করছি।’

সিরিজটি অক্টোবরে মাঠে গড়াতে পারে কিনা, এমন সম্ভাবনার কথা জানতে চাইলে বিসিবির ওই কর্মকর্তা বলেছেন, ‘বার্ষিক সূচি দেখলে কিছুটা ধারণা পাবেন। ওই সময় (অক্টোবরের ২ থেকে ১২ তারিখ) কিছুটা ফাঁকা আছে। আমরা সময়সূচি চূড়ান্ত করার জন্য আলোচনা করছি।’