১২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
কলাপাড়া উদযাপিত হচ্ছে হলি উৎসব

পটুয়াখালীর কলাপাড়ায় সনাতন ধর্মালম্বীরা উদযাপন করছে হলি উৎসব। শুক্রবার সকাল থেকে উপজেলার বিভিন্ন হিন্দুপাড়া এবং মন্দির প্রাঙ্গনে শুরু হয় এ উৎসব। এসময় ঢাকের বাদ্য, উলুধ্বনী এবং ধর্মীয় গানে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন। পরে সনাতনীরা রঙ দিয়ে একে অপরকে রাঙিয়ে তুলেন।
বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, ফালগুনী পূর্ণিমা বা দোলপূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়।
বাখ//আর