০৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ফরিদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় ষাটোর্ধ্ব বৃদ্ধের বিরুদ্ধে মামলা

বিশেষ প্রতিবেদক
ফরিদপুরের বোয়ালমারীতে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় বুধই শেখ নামে ষাটোর্ধ্ব বয়সের এক বৃদ্ধের নামে থানায় মামলা হয়েছে। মামলায় বুধই শেখকে প্রধান করে ৪ জনকে আসামী করা হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ওসি মো. মাহমুদুল হাসান। এর আগে বুধবার দিবাগত রাতে শিশুটির বাবা বাদি হয়ে বোয়ালমারী থানায় মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের একটি গ্রামে গত মঙ্গলবার (১১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রী বাড়ির পশ্চিম পাশে মাঠে খেলতে যায়। সেখান থেকে একই ইউনিয়নের মুজুরদিয়া গ্রামের বুধই শেখ (৬১) শিশুটিকে সুকৌশলে ঘাসের জমিতে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। এ সময় শিশুর ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বুধই শেখ পালিয়ে যায়।

বিষয়টি নিয়ে ওইদিন রাতে শিশুটির বাবাসহ অভিভাবকরা বুধইয়ের কাছে শুনতে গেলে তাদেরকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়। কোন উপায়ান্তর না পেয়ে শিশুর বাবা শিশুটির বাবা বাদি হয়ে বুধবার দিবাগত রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৯ (৪) (খ) তৎসহ ৩২৩/৫০৬ (২) পেনাল কোড ১৮৬০ ধারায় বোয়ালমারী থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর- ১১।

মামলায় বুধই শেখকে প্রধান আসামী করে ৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলার অন্যান্য আসামীরা হলেন, বুধই শেখের ভাই ছলেমান শেখ (৫৫), একই গ্রামের হবি শেখ (৫০) এবং বদিয়ার শেখ (৪৮)।

জানা গেছে, এর আগেও বুধই শেখের বিরুদ্ধে এ ধরনের কাজে জড়িত থাকার এলাকায় বদনাম রয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। বুধই শেখ (৬১) একজন খারাপ প্রকৃতির লোক বলে এলাকায় বদনাম রয়েছে। তবে মামলার পর থেকে বুধই শেখ পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মামলার বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান জানান, ধর্ষনের চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।

বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৩:৫৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
৯২ জন দেখেছেন

ফরিদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় ষাটোর্ধ্ব বৃদ্ধের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৩:৫৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
ফরিদপুরের বোয়ালমারীতে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় বুধই শেখ নামে ষাটোর্ধ্ব বয়সের এক বৃদ্ধের নামে থানায় মামলা হয়েছে। মামলায় বুধই শেখকে প্রধান করে ৪ জনকে আসামী করা হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ওসি মো. মাহমুদুল হাসান। এর আগে বুধবার দিবাগত রাতে শিশুটির বাবা বাদি হয়ে বোয়ালমারী থানায় মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের একটি গ্রামে গত মঙ্গলবার (১১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রী বাড়ির পশ্চিম পাশে মাঠে খেলতে যায়। সেখান থেকে একই ইউনিয়নের মুজুরদিয়া গ্রামের বুধই শেখ (৬১) শিশুটিকে সুকৌশলে ঘাসের জমিতে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। এ সময় শিশুর ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বুধই শেখ পালিয়ে যায়।

বিষয়টি নিয়ে ওইদিন রাতে শিশুটির বাবাসহ অভিভাবকরা বুধইয়ের কাছে শুনতে গেলে তাদেরকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়। কোন উপায়ান্তর না পেয়ে শিশুর বাবা শিশুটির বাবা বাদি হয়ে বুধবার দিবাগত রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৯ (৪) (খ) তৎসহ ৩২৩/৫০৬ (২) পেনাল কোড ১৮৬০ ধারায় বোয়ালমারী থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর- ১১।

মামলায় বুধই শেখকে প্রধান আসামী করে ৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলার অন্যান্য আসামীরা হলেন, বুধই শেখের ভাই ছলেমান শেখ (৫৫), একই গ্রামের হবি শেখ (৫০) এবং বদিয়ার শেখ (৪৮)।

জানা গেছে, এর আগেও বুধই শেখের বিরুদ্ধে এ ধরনের কাজে জড়িত থাকার এলাকায় বদনাম রয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। বুধই শেখ (৬১) একজন খারাপ প্রকৃতির লোক বলে এলাকায় বদনাম রয়েছে। তবে মামলার পর থেকে বুধই শেখ পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মামলার বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান জানান, ধর্ষনের চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।

বাখ//আর