০৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বিদ্যালয়ের অফিস সহকারী ও যুবলীগ নেতার

সাঁথিয়ায় হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

পাবনার সাঁথিয়ায় ক্ষেতুপাড়া আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী ও যুবলীগ নেতা আমিরুল ইসলাম(৪০)কে দুরবৃত্তদের ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে এবং হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শুক্রবার(১৪মার্চ) দুপুরে ক্ষেতুপাড়া বাগপুর মাছখালি তিনমাথা মোড়ে উপজেলার ক্ষেতুপাড়া, বাগপুর মাছখালি এলাকাবাসীর আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে এলাকার শতশত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। ঘন্টাব্যািপ মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় তারা হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

নিহত আমিরুল ইসলাম উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ক্ষেতুপাড়া গ্রামের মৃত লোয়াই প্রামাণিকের ছেলে এবং উপজেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

প্রসঙ্গত, পূর্ব বিরোধের জের ধরে গত ১০মার্চ রাত ৮টার দিকে উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের চকপাট্টা উত্তরপাড়ায় ক্ষতুপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে মহেদি হাসান ইমু,পাবনা মনসুরাবাদ আবাসিক এলাকার আবু সাইদ ওরফে চাঁদের ছেলে সিএনজি চালক শিবলি সাদিক মিঠুন এবং আলতাবের ছেলে সালেকসহ বেশ কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে আমিরুল ইসলামকে হত্যা করে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সাইদুর রহমান জানান,হত্যাকান্ডের সাথে জড়িত ইমু ও মিঠুন দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৩:৩৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
৬৭ জন দেখেছেন

বিদ্যালয়ের অফিস সহকারী ও যুবলীগ নেতার

সাঁথিয়ায় হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

আপডেট : ০৩:৩৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

পাবনার সাঁথিয়ায় ক্ষেতুপাড়া আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী ও যুবলীগ নেতা আমিরুল ইসলাম(৪০)কে দুরবৃত্তদের ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে এবং হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শুক্রবার(১৪মার্চ) দুপুরে ক্ষেতুপাড়া বাগপুর মাছখালি তিনমাথা মোড়ে উপজেলার ক্ষেতুপাড়া, বাগপুর মাছখালি এলাকাবাসীর আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে এলাকার শতশত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। ঘন্টাব্যািপ মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় তারা হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

নিহত আমিরুল ইসলাম উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ক্ষেতুপাড়া গ্রামের মৃত লোয়াই প্রামাণিকের ছেলে এবং উপজেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

প্রসঙ্গত, পূর্ব বিরোধের জের ধরে গত ১০মার্চ রাত ৮টার দিকে উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের চকপাট্টা উত্তরপাড়ায় ক্ষতুপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে মহেদি হাসান ইমু,পাবনা মনসুরাবাদ আবাসিক এলাকার আবু সাইদ ওরফে চাঁদের ছেলে সিএনজি চালক শিবলি সাদিক মিঠুন এবং আলতাবের ছেলে সালেকসহ বেশ কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে আমিরুল ইসলামকে হত্যা করে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সাইদুর রহমান জানান,হত্যাকান্ডের সাথে জড়িত ইমু ও মিঠুন দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাখ//আর