কাজীপুরে ক্যাবের উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপিত

টেকসই জীবনধারায় একটি ন্যায় সঙ্গত রূপান্তর’ প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কাজীপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বেলা এগারোটায় দিবসটি উপলক্ষে কাজীপুর সরকারি মনসুর আলী কলেজ প্রাঙ্গণে একটি র্যালি ও কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কাজীপুর উপজেলা শাখা এর আয়োজন করে। র্যালি শেষে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর কাজীপুর উপজেলা শাখার উপদেষ্টা সদস্য অবসরপ্রাপ্ত সহযোগি অধ্যাপক পরিমল কুমার তরফদার।
দিবসটির তাৎপর্য তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কাজীপুর উপজেলা শাখার উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ও কাজীপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম।
ক্যাবের উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্যাব সদস্য মাইজবাড়ি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শাহীন আলম, ব্যবসায়ি আল আমিন বাবু প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, বাজার ও বণিক সমিতির সদস্য, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, হোটেল- রেস্তোরার প্রতিনিধি, সুশীল সমাজের একাংশ সহ ক্যাবের কাজীপুর উপজেলা শাখার সদস্যবৃন্দ।
বাখ//আর