০৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সাত কলেজের প্রস্তাবিত নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

অনলাইন ডেস্ক

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম হিসেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি চূড়ান্ত করা হয়েছে। আজ (রোববার, ১৬ মার্চ) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সাত কলেজকে একটি বিশ্ববিদ্যালয়ের আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে। প্রস্তাবিত নাম করা হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।’

উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্তের অপেক্ষায়। বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রায় চূড়ান্ত। এর দায়িত্ব নেবেন এ সাত কলেজের যেকোনো একজন প্রিন্সিপাল। ইতোমধ্যে তাদের সাক্ষাতকার নেয়া হয়েছে।’

এর আগে রোববার সকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) সাত কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে ইউজিসি চেয়ারম্যান এস এম এ ফায়েজসহ অন্যদের এক সভায় নতুন এ বিশ্ববিদ্যালয়ের নামকরণের সিদ্ধান্ত হয়।

ঢাকার সাত সরকারি কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এসব কলেজে শিক্ষার্থী প্রায় দুই লাখ। শিক্ষক এক হাজারের বেশি।

একসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এসব কলেজ পরিচালিত হতো। ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি রাজধানীর এ সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল; কিন্তু অধিভুক্ত করার পর থেকে যথাসময়ে পরীক্ষা নেওয়া ও ফল প্রকাশসহ বিভিন্ন দাবিতে সময়ে সময়ে আন্দোলন করে আসছেন এসব কলেজের শিক্ষার্থীরা। আট বছরে ক্ষুদ্র সমস্যাগুলোই পুঞ্জীভূত হয়ে বড় রূপ নেয়।

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৫:২৩:১৪ অপরাহ্ন, রোববার, ১৬ মার্চ ২০২৫
১২৩ জন দেখেছেন

সাত কলেজের প্রস্তাবিত নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

আপডেট : ০৫:২৩:১৪ অপরাহ্ন, রোববার, ১৬ মার্চ ২০২৫

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম হিসেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি চূড়ান্ত করা হয়েছে। আজ (রোববার, ১৬ মার্চ) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সাত কলেজকে একটি বিশ্ববিদ্যালয়ের আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে। প্রস্তাবিত নাম করা হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।’

উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্তের অপেক্ষায়। বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রায় চূড়ান্ত। এর দায়িত্ব নেবেন এ সাত কলেজের যেকোনো একজন প্রিন্সিপাল। ইতোমধ্যে তাদের সাক্ষাতকার নেয়া হয়েছে।’

এর আগে রোববার সকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) সাত কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে ইউজিসি চেয়ারম্যান এস এম এ ফায়েজসহ অন্যদের এক সভায় নতুন এ বিশ্ববিদ্যালয়ের নামকরণের সিদ্ধান্ত হয়।

ঢাকার সাত সরকারি কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এসব কলেজে শিক্ষার্থী প্রায় দুই লাখ। শিক্ষক এক হাজারের বেশি।

একসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এসব কলেজ পরিচালিত হতো। ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি রাজধানীর এ সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল; কিন্তু অধিভুক্ত করার পর থেকে যথাসময়ে পরীক্ষা নেওয়া ও ফল প্রকাশসহ বিভিন্ন দাবিতে সময়ে সময়ে আন্দোলন করে আসছেন এসব কলেজের শিক্ষার্থীরা। আট বছরে ক্ষুদ্র সমস্যাগুলোই পুঞ্জীভূত হয়ে বড় রূপ নেয়।