০৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি আরবে প্রায় ২৪ হাজার প্রবাসী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

এক সপ্তাহে প্রায় ২৪ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি সরকার। বিভিন্ন অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে আরব নিউজ।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে ২৩ হাজার ৮৬৫ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ১৬ হাজার ৬৪৪ জনকে আবাসিক আইন লঙ্ঘন, ৩ হাজার ৮৯৬ জনকে অবৈধভাবে সীমান্ত পার এবং ৩ হাজার ৩২৫ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে ১ হাজার ৪৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে; যাদের মধ্যে ৬৭ শতাংশ ইউথোপিয়ান, ২৯ শতাংশ ইয়েমেনি এবং ৪ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

এদের পাশাপাশি ৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় এবং ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে পরিবহন আইন লঙ্ঘন করার অভিযোগে।

সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহযোগিতা করে এবং কাউকে পরিবহন ও আশ্রয় দেয়া হলে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হবে। এছাড়া ১০ লাখ সৌদি রিয়াদ জরিমানার বিধান রয়েছে। সঙ্গে তার সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হতে পারে।

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৫:১৩:৪১ অপরাহ্ন, রোববার, ১৬ মার্চ ২০২৫
৭৯ জন দেখেছেন

সৌদি আরবে প্রায় ২৪ হাজার প্রবাসী গ্রেপ্তার

আপডেট : ০৫:১৩:৪১ অপরাহ্ন, রোববার, ১৬ মার্চ ২০২৫

এক সপ্তাহে প্রায় ২৪ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি সরকার। বিভিন্ন অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে আরব নিউজ।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে ২৩ হাজার ৮৬৫ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ১৬ হাজার ৬৪৪ জনকে আবাসিক আইন লঙ্ঘন, ৩ হাজার ৮৯৬ জনকে অবৈধভাবে সীমান্ত পার এবং ৩ হাজার ৩২৫ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে ১ হাজার ৪৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে; যাদের মধ্যে ৬৭ শতাংশ ইউথোপিয়ান, ২৯ শতাংশ ইয়েমেনি এবং ৪ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

এদের পাশাপাশি ৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় এবং ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে পরিবহন আইন লঙ্ঘন করার অভিযোগে।

সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহযোগিতা করে এবং কাউকে পরিবহন ও আশ্রয় দেয়া হলে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হবে। এছাড়া ১০ লাখ সৌদি রিয়াদ জরিমানার বিধান রয়েছে। সঙ্গে তার সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হতে পারে।