১১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ভ্যাকসিন আমদানিতে ২২ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ

অনলাইন ডেস্ক

করোনাকালে ভ্যাকসিন আমদানির নামে অন্তত ২২ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বেক্সিমকো গ্রুপসহ বিগত সরকারের মন্ত্রী-উপদেষ্টাসহ শক্তিশালী চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ অন্যদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক।

সংস্থাটিতে আসা অভিযোগে বলা হয়েছে, করোনাকালে বাংলাদেশি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড বঙ্গভ্যাক্স ভ্যাকসিন বাজারজাতকরণের উদ্যোগ নেয়। তখন সালমান এফ রহমান গ্লোব বায়োটেককে বেক্সিমকোর সাথে যৌথ শেয়ারে ভ্যাকসিন বাজারজাত করণের দাবি করেন।

তবে গ্লোব বায়োটেক তাতে সায় না দিলে আমদানির পথ বেছে নেয় সালমান এফ রহমান, জাহিদ মালেকসহ বিগত সরকারের সিন্ডিকেট। এতে আরও ছিলেন তৎকালীন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন, বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের চেয়ারম্যান মোদাচ্ছের আলী ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আহমদ কায়কাউস।

এই সিন্ডিকেটের শক্তির বলয়েই আটকে যায় বঙ্গভ্যাক্স। অন্যদিকে ভ্যাকসিন আমদানির মাধ্যমে চক্রটি অন্তত ২২ হাজার কোটি টাকা পকেটে ভরে বলে অভিযোগ উঠেছে।

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৩:১৫:২২ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
২৩৮ জন দেখেছেন

ভ্যাকসিন আমদানিতে ২২ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ

আপডেট : ০৩:১৫:২২ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

করোনাকালে ভ্যাকসিন আমদানির নামে অন্তত ২২ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বেক্সিমকো গ্রুপসহ বিগত সরকারের মন্ত্রী-উপদেষ্টাসহ শক্তিশালী চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ অন্যদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক।

সংস্থাটিতে আসা অভিযোগে বলা হয়েছে, করোনাকালে বাংলাদেশি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড বঙ্গভ্যাক্স ভ্যাকসিন বাজারজাতকরণের উদ্যোগ নেয়। তখন সালমান এফ রহমান গ্লোব বায়োটেককে বেক্সিমকোর সাথে যৌথ শেয়ারে ভ্যাকসিন বাজারজাত করণের দাবি করেন।

তবে গ্লোব বায়োটেক তাতে সায় না দিলে আমদানির পথ বেছে নেয় সালমান এফ রহমান, জাহিদ মালেকসহ বিগত সরকারের সিন্ডিকেট। এতে আরও ছিলেন তৎকালীন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন, বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের চেয়ারম্যান মোদাচ্ছের আলী ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আহমদ কায়কাউস।

এই সিন্ডিকেটের শক্তির বলয়েই আটকে যায় বঙ্গভ্যাক্স। অন্যদিকে ভ্যাকসিন আমদানির মাধ্যমে চক্রটি অন্তত ২২ হাজার কোটি টাকা পকেটে ভরে বলে অভিযোগ উঠেছে।