০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বিপক্ষে বড় জয় ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক

লাতিন আমেরিকার দুই পরাশক্তির দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। ফুটবল মাঠে দুই দলের লড়াই মানেই বাড়তি উত্তেজনা। যে রোমাঞ্চ মাঠ থেকে ছড়িয়ে যায় মাঠের বাইরেও। এমনকি হাজার মাইল দূরের এই উপমহাদেশেও উত্তাপ ছড়ায় সেলেসাও-আলবিসেলেস্তেদের লড়াই। ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী এবার মুখোমুখি হয়েছিল ক্রিকেট লড়াইয়ে। যেখানে বড় জয় পেয়েছে সেলেসাওরা।

সোমবার (১৭ মার্চ) বুয়েনস এইরেসের সেন্ট আলবান্স ক্লাব মাঠে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে স্বাগতিক আর্জেন্টিনাকে ৬ উইকেটে হারিয়েছে ব্রাজিল। টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৫৪ রানের বেশি করতে পারেনি আর্জেন্টিনা। ৫৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১৪.৩ ওভারে ৪ উইকেট হারিয়েই সহজ জয় তুলে নেয় ব্রাজিল।

আর্জেন্টিনার ইনিংসে ২৩ বলে সর্বোচ্চ ১১ রান করেছেন অধিনায়ক অ্যালিসন স্টোকস। তিনি ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি। ওপেনার মালিনা লোলো ১১ বলে ৯ ও দশ নম্বরে নেমে কনস্টানজা সসা করেছেন ২১ বলে অপরাজিত ৯ রান। ইনিংসে কেউই বাউন্ডারি হাঁকাতে পারেননি। ব্রাজিলের হয়ে ১২ রানে ৫ উইকেট শিকার করেন ক্যারোলিনা ন্যাখিমেন্টো।

জয়ের জন্য সহজ লক্ষ্যে খেলতে নেমে ২৮ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে বসেছিল ব্রাজিল। তবে রবার্তো আভেরি ও অধিনায়ক ক্যারোলিনা ন্যাখিমেন্টোর ২৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৩৩ বল হাতে রেখেই ৬ উইকেটের বড় জয় পেয়েছে ব্রাজিল। তাদের হয়ে সর্বোচ্চ ৪২ বলে অপরাজিত ২৭ রান করেছেন আভেরি। তাছাড়া ন্যাখিমেন্টো করেছেন ১৫ বলে ১০ রান।

আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপ বাছাইপর্বে দুই দলেরই শেষ ম্যাচ ছিল এটি। আসরে ছয় ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে চার দলের মধ্যে তৃতীয় স্থানে আছে ব্রাজিল। সমান ম্যাচ খেলে কেবল ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থেকে আসর শেষ করল আর্জেন্টিনা। গ্লোবাল কোয়ালিফায়ারে যাওয়ার সম্ভাবনা দুই দলের আগেই শেষ হয়ে গেছে। ফলে এখানেই শেষ হচ্ছে তাদের বিশ্বকাপের পথচলা।

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ১২:০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
৭২ জন দেখেছেন

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বিপক্ষে বড় জয় ব্রাজিলের

আপডেট : ১২:০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

লাতিন আমেরিকার দুই পরাশক্তির দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। ফুটবল মাঠে দুই দলের লড়াই মানেই বাড়তি উত্তেজনা। যে রোমাঞ্চ মাঠ থেকে ছড়িয়ে যায় মাঠের বাইরেও। এমনকি হাজার মাইল দূরের এই উপমহাদেশেও উত্তাপ ছড়ায় সেলেসাও-আলবিসেলেস্তেদের লড়াই। ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী এবার মুখোমুখি হয়েছিল ক্রিকেট লড়াইয়ে। যেখানে বড় জয় পেয়েছে সেলেসাওরা।

সোমবার (১৭ মার্চ) বুয়েনস এইরেসের সেন্ট আলবান্স ক্লাব মাঠে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে স্বাগতিক আর্জেন্টিনাকে ৬ উইকেটে হারিয়েছে ব্রাজিল। টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৫৪ রানের বেশি করতে পারেনি আর্জেন্টিনা। ৫৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১৪.৩ ওভারে ৪ উইকেট হারিয়েই সহজ জয় তুলে নেয় ব্রাজিল।

আর্জেন্টিনার ইনিংসে ২৩ বলে সর্বোচ্চ ১১ রান করেছেন অধিনায়ক অ্যালিসন স্টোকস। তিনি ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি। ওপেনার মালিনা লোলো ১১ বলে ৯ ও দশ নম্বরে নেমে কনস্টানজা সসা করেছেন ২১ বলে অপরাজিত ৯ রান। ইনিংসে কেউই বাউন্ডারি হাঁকাতে পারেননি। ব্রাজিলের হয়ে ১২ রানে ৫ উইকেট শিকার করেন ক্যারোলিনা ন্যাখিমেন্টো।

জয়ের জন্য সহজ লক্ষ্যে খেলতে নেমে ২৮ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে বসেছিল ব্রাজিল। তবে রবার্তো আভেরি ও অধিনায়ক ক্যারোলিনা ন্যাখিমেন্টোর ২৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৩৩ বল হাতে রেখেই ৬ উইকেটের বড় জয় পেয়েছে ব্রাজিল। তাদের হয়ে সর্বোচ্চ ৪২ বলে অপরাজিত ২৭ রান করেছেন আভেরি। তাছাড়া ন্যাখিমেন্টো করেছেন ১৫ বলে ১০ রান।

আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপ বাছাইপর্বে দুই দলেরই শেষ ম্যাচ ছিল এটি। আসরে ছয় ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে চার দলের মধ্যে তৃতীয় স্থানে আছে ব্রাজিল। সমান ম্যাচ খেলে কেবল ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থেকে আসর শেষ করল আর্জেন্টিনা। গ্লোবাল কোয়ালিফায়ারে যাওয়ার সম্ভাবনা দুই দলের আগেই শেষ হয়ে গেছে। ফলে এখানেই শেষ হচ্ছে তাদের বিশ্বকাপের পথচলা।