০৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আমলা-সেনাকর্মকর্তাদের ‘জনতার দল’র আত্মপ্রকাশ বৃহস্পতিবার

অনলাইন ডেস্ক

‘ইনসাফ জিন্দাবাদ’ স্লোগান নিয়ে আগামীকাল আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন আরেকটি রাজনৈতিক দল। সাবেক সেনা কর্মকর্তা, সাবেক আমলারা এই দল গড়ার উদ্যোগ নিয়েছেন।

দলটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল জানিয়েছেন, দেশের আপামর জনতার জন্য এই দলে যোগ দেওয়ার সুযোগ রয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে, গত বছরের ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। দেশ ছাড়েন শেখ হাসিনা। রাজনীতির মাঠে আসে শত ফুল ফোটার সুযোগ।

নতুন বাংলাদেশের অঙ্গীকার নিয়ে এবার আসছে আরেকটি রাজনৈতিক দল। নাম জনতার দল।

দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল জানান, গত ৫৩ বছরের বিতর্কিত রাজনীতিকে পেছনে ফেলে স্বচ্ছ রাজনীতি করতে চান তাঁরা। তিনি বলেন, নির্বাচনের জন্য বিভিন্ন এলাকায় আঞ্চলিক কমিটির মাধ্যমে সৎ-যোগ্য প্রার্থী খুঁজে বের করতে চায় দলটি। তবে ৩০০ আসনে প্রার্থী দেওয়াই তাদের মূল লক্ষ্য নয়।

জনতার দলের চেয়ারম্যান আরও বলছেন, নতুন দলে নবীন-প্রবীণের সমন্বয় হবে। প্রধান সমন্বয়ক হবেন সাবেক সেনা কর্মকর্তা ও লেখক ডেল এইচ খান। দেশে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর বেশ কয়েকজন জনতার দলে যোগ দেবেন বলে জানা গেছে।

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ১২:১৩:০১ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
৯৩ জন দেখেছেন

আমলা-সেনাকর্মকর্তাদের ‘জনতার দল’র আত্মপ্রকাশ বৃহস্পতিবার

আপডেট : ১২:১৩:০১ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

‘ইনসাফ জিন্দাবাদ’ স্লোগান নিয়ে আগামীকাল আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন আরেকটি রাজনৈতিক দল। সাবেক সেনা কর্মকর্তা, সাবেক আমলারা এই দল গড়ার উদ্যোগ নিয়েছেন।

দলটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল জানিয়েছেন, দেশের আপামর জনতার জন্য এই দলে যোগ দেওয়ার সুযোগ রয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে, গত বছরের ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। দেশ ছাড়েন শেখ হাসিনা। রাজনীতির মাঠে আসে শত ফুল ফোটার সুযোগ।

নতুন বাংলাদেশের অঙ্গীকার নিয়ে এবার আসছে আরেকটি রাজনৈতিক দল। নাম জনতার দল।

দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল জানান, গত ৫৩ বছরের বিতর্কিত রাজনীতিকে পেছনে ফেলে স্বচ্ছ রাজনীতি করতে চান তাঁরা। তিনি বলেন, নির্বাচনের জন্য বিভিন্ন এলাকায় আঞ্চলিক কমিটির মাধ্যমে সৎ-যোগ্য প্রার্থী খুঁজে বের করতে চায় দলটি। তবে ৩০০ আসনে প্রার্থী দেওয়াই তাদের মূল লক্ষ্য নয়।

জনতার দলের চেয়ারম্যান আরও বলছেন, নতুন দলে নবীন-প্রবীণের সমন্বয় হবে। প্রধান সমন্বয়ক হবেন সাবেক সেনা কর্মকর্তা ও লেখক ডেল এইচ খান। দেশে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর বেশ কয়েকজন জনতার দলে যোগ দেবেন বলে জানা গেছে।