০৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মোবাইল চুরিকে কেন্দ্র করে

উল্লাপাড়ায় ভুষির দোকানে অতর্কিত হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় মামলা, আহত-৩

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত মানিক ও তার দলবল ফিল্মি স্টাইলে পুর্বপরিকল্পিতভাবে রামদা, হাসুয়া লোহার রড, লাঠিসোটা নিয়ে ভুষি ব্যবসায়ী আমজাদ আলীর দোকানে অর্তকিত হামলা চালিয়ে মারপিট ও কুপিয়ে তিন জনকে গুরুতর আহত করেছে। এ সময় দোকানে লুটপাট চালিয়ে প্রায় ২ লক্ষ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী আমজাদ।

এ ঘটনায় আহতদের সিরাজগঞ্জ শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে মঙ্গলবার রাতে ৭ জনকে নামীয় আসামী ও ১০-১৫ জনকে অজ্ঞাত নামা আসামি করে উল্লাপাড়া মডেল থানায় ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ আমজাদ আলী একটি মামলা দায়ের করেছে।

হামলাকারী ও আসামীরা হলো-উপজেলার বাখুঁয়া গ্রামের মোঃ আলী আকবরের ছেলে মোঃ মানিক মিয়া (৩৫), তাইজুল ইসলামের ছেলে মোঃ আলতাব হোসেন (৩৫), মোঃ আলী আকবর (৫০), হাসেন আলীর ছেলে মোঃ শাহাদত হোসেন (৩৫), আলী আশরাফের ছেলে মইনুল ইসলাম (২২), গেদা মিয়ার ছেলে মোঃ সাইফুল ইসলাম (৩৮), জয়ধর প্রামানিকের ছেলে মোঃ আরিফ (৩০) সহ অজ্ঞাত আরো ১০-১৫ জনকে আসামী করা হয়েছে।

এ ঘটনায় মামলার বাদী মোঃ আমজাদ আলী অভিযোগ করে জানান, গত সোমবার বিকেলে আমার ছেলে রাশেদুল দোকানে মোবাইল চার্জ দিয়ে কাজ করছিল। পরক্ষণেই মোবাইলটি হারিয়ে যায়। পার্শ্ববর্তী মানিকের দোকানে মোবাইলটি খুঁজতে গেলে মানিক এ সময় উত্তেজিত হয়ে তাকে মারতে আসে।

এ সময় দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পরেই মানিক তার দলবলকে খবর দিয়ে নিয়ে এসে রামদা, হাসুয়া লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে আমার ভুষির দোকানে হামলা চালায়। ঘটনার সময় আমার দুই ছেলে এগিয়ে এলে আসামীরা এলোপাতাড়ি কুপিয়ে তাদের গুরুতর আহত করে। আহতদের চিকিৎসা শেষে মঙ্গলবার রাতে অভিযুক্তদের আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। অবিলম্বে আসামীদের গ্রেফতারের দাবি জানান ভুক্তভোগী ব্যবসায়ী।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোঃ মামুন, এব্যাপারে থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৪:৫৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
৮৮ জন দেখেছেন

মোবাইল চুরিকে কেন্দ্র করে

উল্লাপাড়ায় ভুষির দোকানে অতর্কিত হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় মামলা, আহত-৩

আপডেট : ০৪:৫৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত মানিক ও তার দলবল ফিল্মি স্টাইলে পুর্বপরিকল্পিতভাবে রামদা, হাসুয়া লোহার রড, লাঠিসোটা নিয়ে ভুষি ব্যবসায়ী আমজাদ আলীর দোকানে অর্তকিত হামলা চালিয়ে মারপিট ও কুপিয়ে তিন জনকে গুরুতর আহত করেছে। এ সময় দোকানে লুটপাট চালিয়ে প্রায় ২ লক্ষ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী আমজাদ।

এ ঘটনায় আহতদের সিরাজগঞ্জ শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে মঙ্গলবার রাতে ৭ জনকে নামীয় আসামী ও ১০-১৫ জনকে অজ্ঞাত নামা আসামি করে উল্লাপাড়া মডেল থানায় ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ আমজাদ আলী একটি মামলা দায়ের করেছে।

হামলাকারী ও আসামীরা হলো-উপজেলার বাখুঁয়া গ্রামের মোঃ আলী আকবরের ছেলে মোঃ মানিক মিয়া (৩৫), তাইজুল ইসলামের ছেলে মোঃ আলতাব হোসেন (৩৫), মোঃ আলী আকবর (৫০), হাসেন আলীর ছেলে মোঃ শাহাদত হোসেন (৩৫), আলী আশরাফের ছেলে মইনুল ইসলাম (২২), গেদা মিয়ার ছেলে মোঃ সাইফুল ইসলাম (৩৮), জয়ধর প্রামানিকের ছেলে মোঃ আরিফ (৩০) সহ অজ্ঞাত আরো ১০-১৫ জনকে আসামী করা হয়েছে।

এ ঘটনায় মামলার বাদী মোঃ আমজাদ আলী অভিযোগ করে জানান, গত সোমবার বিকেলে আমার ছেলে রাশেদুল দোকানে মোবাইল চার্জ দিয়ে কাজ করছিল। পরক্ষণেই মোবাইলটি হারিয়ে যায়। পার্শ্ববর্তী মানিকের দোকানে মোবাইলটি খুঁজতে গেলে মানিক এ সময় উত্তেজিত হয়ে তাকে মারতে আসে।

এ সময় দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পরেই মানিক তার দলবলকে খবর দিয়ে নিয়ে এসে রামদা, হাসুয়া লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে আমার ভুষির দোকানে হামলা চালায়। ঘটনার সময় আমার দুই ছেলে এগিয়ে এলে আসামীরা এলোপাতাড়ি কুপিয়ে তাদের গুরুতর আহত করে। আহতদের চিকিৎসা শেষে মঙ্গলবার রাতে অভিযুক্তদের আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। অবিলম্বে আসামীদের গ্রেফতারের দাবি জানান ভুক্তভোগী ব্যবসায়ী।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোঃ মামুন, এব্যাপারে থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাখ//আর