০৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শত শত সরকারি বিজ্ঞানী, গবেষককে ছাঁটতে পারে ট্রাম্প প্রশাসন!

আন্তর্জাতিক ডেস্ক

এবার মার্কিন মুলুকের শত শত সরকারি গবেষক ও বিজ্ঞানীকে ছাঁটতে পারে ডোনাল্ড ট্রাম্পের সরকার। এমনই এক আভাস দিয়েছেন, এক মার্কিন ডেমোক্র্যাটিক স্টাফ। ‘ইউএস হাউস কমিটি অফ সায়ান্স, স্পেস, টেকনোলজি’র সদস্য ওই ডেমোক্র্যাটিক স্টাফ এই বিষয়ে সদ্য মঙ্গলবার সতর্কবার্তা দিয়েছেন।

জানা যাচ্ছে, আমেরিকার ‘এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি’ বা ইপিএ-তে আর্থিক ছাঁটকাটের জেরেই এই বিপুল সংখ্যক মার্কিন সরকারি গবেষক ও বিজ্ঞানীকে ছাঁটাই করতে পারে ট্রাম্প প্রশাসন। উল্লেখ্য, এই ইপিএ-র আওতায় ১৫০০র বেশি জন কর্মরত। এই প্রতিষ্ঠান মূলত, দূষণ, স্বচ্ছ্ব জল, জলবায়ুর পরিবর্তন নিয়ে কাজ করে। আর এই ইপিএ থেকেই সম্ভবত ট্রাম্প প্রশাসন এক বড় অংশের কর্মী ছাঁটাই করতে পারে বলে খবর। ‘ইউএস হাউস কমিটি অফ সায়ান্স, স্পেস, টেকনোলজি’র ওই ডেমোক্রেটিক স্টাফের দাবি, এই ছাঁটাইয়ের অর্থ হল, ওই কর্মীদের ‘আর ফেরানো হবে না’। বাকি পদগুলি সংস্থার অন্যান্য বিভাগে স্থানান্তরিত হবে। উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ফেডারেল সরকারের কর্মী সংখ্যা হ্রাস করে সরকারি ব্যয় হ্রাস করার লক্ষ্যকে এগিয়ে নিয়ে যেতে এই ছাঁটাইের প্রক্রিয়া একটি অংশ হতে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ইপিএ-র দেখভালের দায়িত্ব ট্রাম্প দিয়েছিলেন তাঁর পছন্দের লি জেলদিনকে। জানা গিয়েছিল, এই প্রতিষ্ঠান থেকে প্রায় ৬৫ শতাংশ কর্মশক্তিকে ছাঁটাই করতে পারে ট্রাম্প প্রশাসন। পরিকল্পিত কাটছাঁট সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, EPA মুখপাত্র মলি ভ্যাসেলিউ বলেন, সংস্থাটি ‘সাংগঠনিক উন্নতির পরবর্তী পর্যায়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে উত্তেজনাপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে।’ এদিকে, ইপিএ-র গবেষণা অফিস বাতিল করার পরিকল্পনা ডেমোক্র্যাটিক সাংসদদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে আমেরিকায়। উল্লেখ্য, সুনীতা উইলিয়ামস পৃথিবীর মাটি ছোঁয়ার দিনেই ট্রাম্প প্রশাসনকে ঘিরে এই নয়া বার্তা বেশ তাৎপর্যপূর্ণ।

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ১১:৫৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
৭৩ জন দেখেছেন

শত শত সরকারি বিজ্ঞানী, গবেষককে ছাঁটতে পারে ট্রাম্প প্রশাসন!

আপডেট : ১১:৫৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

এবার মার্কিন মুলুকের শত শত সরকারি গবেষক ও বিজ্ঞানীকে ছাঁটতে পারে ডোনাল্ড ট্রাম্পের সরকার। এমনই এক আভাস দিয়েছেন, এক মার্কিন ডেমোক্র্যাটিক স্টাফ। ‘ইউএস হাউস কমিটি অফ সায়ান্স, স্পেস, টেকনোলজি’র সদস্য ওই ডেমোক্র্যাটিক স্টাফ এই বিষয়ে সদ্য মঙ্গলবার সতর্কবার্তা দিয়েছেন।

জানা যাচ্ছে, আমেরিকার ‘এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি’ বা ইপিএ-তে আর্থিক ছাঁটকাটের জেরেই এই বিপুল সংখ্যক মার্কিন সরকারি গবেষক ও বিজ্ঞানীকে ছাঁটাই করতে পারে ট্রাম্প প্রশাসন। উল্লেখ্য, এই ইপিএ-র আওতায় ১৫০০র বেশি জন কর্মরত। এই প্রতিষ্ঠান মূলত, দূষণ, স্বচ্ছ্ব জল, জলবায়ুর পরিবর্তন নিয়ে কাজ করে। আর এই ইপিএ থেকেই সম্ভবত ট্রাম্প প্রশাসন এক বড় অংশের কর্মী ছাঁটাই করতে পারে বলে খবর। ‘ইউএস হাউস কমিটি অফ সায়ান্স, স্পেস, টেকনোলজি’র ওই ডেমোক্রেটিক স্টাফের দাবি, এই ছাঁটাইয়ের অর্থ হল, ওই কর্মীদের ‘আর ফেরানো হবে না’। বাকি পদগুলি সংস্থার অন্যান্য বিভাগে স্থানান্তরিত হবে। উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ফেডারেল সরকারের কর্মী সংখ্যা হ্রাস করে সরকারি ব্যয় হ্রাস করার লক্ষ্যকে এগিয়ে নিয়ে যেতে এই ছাঁটাইের প্রক্রিয়া একটি অংশ হতে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ইপিএ-র দেখভালের দায়িত্ব ট্রাম্প দিয়েছিলেন তাঁর পছন্দের লি জেলদিনকে। জানা গিয়েছিল, এই প্রতিষ্ঠান থেকে প্রায় ৬৫ শতাংশ কর্মশক্তিকে ছাঁটাই করতে পারে ট্রাম্প প্রশাসন। পরিকল্পিত কাটছাঁট সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, EPA মুখপাত্র মলি ভ্যাসেলিউ বলেন, সংস্থাটি ‘সাংগঠনিক উন্নতির পরবর্তী পর্যায়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে উত্তেজনাপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে।’ এদিকে, ইপিএ-র গবেষণা অফিস বাতিল করার পরিকল্পনা ডেমোক্র্যাটিক সাংসদদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে আমেরিকায়। উল্লেখ্য, সুনীতা উইলিয়ামস পৃথিবীর মাটি ছোঁয়ার দিনেই ট্রাম্প প্রশাসনকে ঘিরে এই নয়া বার্তা বেশ তাৎপর্যপূর্ণ।