কলাপাড়ায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে আহত

পটুয়াখালীর কলাপাড়ায় পূর্ব কলহের জের ধরে প্রবাসীর স্ত্রী তিন সন্তানের জননী ফারজানা আক্তার লিজাকে বেদরক মারধর করে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার লালুয়া ইউনিয়নের চরপাড়া গ্রামে আহত লিজা’র নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। আহতের স্বামী প্রবাসী সুমন হাওলাদারের বড় ভাই বাবুল হাওলাদার দেশীয় অস্ত্র দিয়ে তার উপর হামলা চালিয়েছে বলে জানান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতালের বেডে শুয়ে আহত লিজা বলেন, পূর্ব কলহের জের ধরে বাবুল হাওলাদার তাদের কাছে ৫০ হাজার টাকা দাবী করেন। টাকা দিতে অস্বীকার করলে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলো। ঘটনার দিন সন্ধ্যায় তাদের বাড়িতে গিয়ে টাকা দাবী করে। টাকা না দেয়ায় তাকে বেদরক মারধর করে। পরে একটি দাঁ নিয়ে তার উপর আক্রমণ করে। এতে তার ডান হাতের বৃদ্ধাঙ্গুল কেটে যায়। আহত লিজা আরোও বলেন, স্বামী বিদেশ থাকায় এই বাবুল প্রায়ই তার উপর অত্যাচার করে। কিছুদিন আগেও তাদের ঘোয়ালের গরু জোর করে নিয়ে গেছে বলে তিনি জানান।
এবিষয়ে অভিযুক্ত বাবুল হাওলাদার বলেন, আহত লিজা তার বাবা ও চাচার গায়ে হাত দেয়ায় লিজাকে মেরেছে। তবে, দাঁ দিয়ে আক্রমন করেনি বলে তিনি জানান।
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, এবিষয়ে এখনও কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বাখ//আর