বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে : শামা ওবায়েদ

তিনি আরও বলেন, এই উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি, জনপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন যে বাংলাদেশ গড়ার রূপকার শহিদ জিয়া যেভাবে ১৯ দফা দিয়ে বাংলাদেশ নতুন রাষ্ট্র উপহার দিয়েছিলো, একইভাবে তার সন্তান তারেক রহমান নতুন বাংলাদেশ গড়ার রূপকার হিসেবে আমাদের মাঝে আবির্ভাব হয়েছেন। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এখন আইনের শাসন নাই, এখনো নারীরা নিরাপদ নয়, চুরি ডাকাতি হইতেছে। এখন অর্থনীতির অবস্থা ভালো না, সিন্ডিকেটের জন্য এখনো জিনিসপত্রের দাম কমতেছে না। সুতরাং আপনার যত তারাতাড়ি সম্ভব একটি নির্বাচনের ব্যবস্থা করেন। এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে চোর, দূর্নীতি মুক্ত একটি সংসদ হবে। সংসদের প্রতিনিধিরা বাংলাদেশের মানুষের জন্য কাজ করবে। বাংলাদেশের মানুষের সমস্যার জন্য কাজ করবে।
বিএনপি নেতা হাজী সোবহানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, শিক্ষক নেতা জাহিদ হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা: এজাজ, শাহিন মাতুব্বর, বিএনপি নেতা ডা: কামরুল হাসান মজনু, মুরাদ মাতুব্বর, যুবদল নেতা এনায়েত, কালাম মাতুব্বর, শাফিকুল, হাবিব মাতুব্বর, শ্রমিকদল নেতা কালাম বিশ্বাস, সেচ্ছাসেবক দলনেতা ইসরাইল মাতুব্বর, আকুব্বর মাতুব্বর প্রমুখ।