০৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

হামজাকে অভিষেক ম্যাচে জেতাতে মুখিয়ে আছে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক

এবার ভারতের বিপক্ষে ম্যাচটা অন্য যেকোনোবারের চেয়ে আলাদা হবে বলে মনে করেন জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মন। এছাড়া দলে অন্তর্ভুক্ত ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরীকে অভিষেক ম্যাচে জেতাতেও ভালো খেলতে মুখিয়ে আছে বাংলাদেশ দল। আজ (বৃহস্পতিবার, ২০ মার্চ) সকালে শিলংয়ের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে এ কথা জানান মিডফিল্ডার সোহেল রানা।

বাংলাদেশ ফুটবলে যেন নতুন জাগরণ। ভারতের বিপক্ষে এএফসি বাছাই পর্বের ম্যাচ। মেঘালয় রাজ্যের শিলংয়ে আয়োজিত সে ম্যাচ খেলতে জামাল ভূঁইয়াদের যাত্রা। তবে এবারের আয়োজনটা ভিন্ন। দীর্ঘদিন পর ফুটবল দলকে বিদায় জানাতে বিমানবন্দরে ভক্তদের ভীড় আর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

কারণটা অবশ্য পরিষ্কার। দলের সাথে আছেন ইংলিশ লিগে খেলা বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরী৷ লাল সবুজের এক নম্বর তারকা বাস থেকেও নামেন সবার আগে। তাই ভারতের বিপক্ষে ম্যাচটা যেন হয়ে গেছে অনেকটা হামজা কেন্দ্রিক।

বাংলাদেশ ফুটবল দলের ফুটবলার সোহেল রানা বলেন, ‘ভারতের সাথে আমরা চাইবো একটা নতুন বাংলাদেশ হিসেবে খেলতে। জয় দিয়ে যেন শুরু করতে পারি। হামজাকে যেন এই জয়টা আমরা দেশি খেলোয়াড়রা দিতে পারি যারা আমরা লোকাল খেলোয়াড় আছি।’

এর আগেও অনেকবার ভারতের বিপক্ষে ম্যাচ খেলেছে বাংলাদেশ। কিন্তু এবারের ম্যাচটা হবে অন্যান্যবারের চেয়ে আলাদা। কথাটির সাথে পুরোপুরি একমত জাতীয় দলের সহ অধিনায়ক তপু বর্মনও।

তিনি বলেন, ‘ভারতের সাথে আমাদের প্রথম খেলা এবার। আর আমাদের ট্রেনিং ক্যাম্পটাও শুরু হয় অনেক দ্রুত এবং অনেক সময় নিয়ে। এ জন্য আমাদের প্রিপারেশন, মানসিক শক্তি পুরোটাই আলাদা।’

পুরো দল ভারতের বিমানে উঠলেও এখনও স্কোয়াড ঘোষণা করেনি বাফুফে। কেন কি কারণে এমনটা হলো তাই প্রশ্ন ছিল টিম ম্যানেজার আমের খানের কাছে।

আমের খান বলেন, ‘আমাদের এখানে যারা ইনজুরিতে ছিল অর্থাৎ যারা ছিল তারা সবাইকে নিয়েই আমরা যাচ্ছি। আমরা ২৬ জনের মতো যাচ্ছি। যেহেতু খেলার আগের দিন ২৩ জন পর্যন্ত করার স্কোপ আছে। আমরা সেটা করবো।’

আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচে লড়বে টিম বাংলাদেশ। তার আগে সেখানকার কন্ডিশনের সাথেও খাপ খাওয়াতে হবে জামাল-তপুদের। সে কারণেই হাতে কয়েকদিন সময় রেখেই ভারতের বিমান ধরলেন কাবরেরা শিষ্যরা।

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০১:২৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
৭২ জন দেখেছেন

হামজাকে অভিষেক ম্যাচে জেতাতে মুখিয়ে আছে বাংলাদেশ দল

আপডেট : ০১:২৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

এবার ভারতের বিপক্ষে ম্যাচটা অন্য যেকোনোবারের চেয়ে আলাদা হবে বলে মনে করেন জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মন। এছাড়া দলে অন্তর্ভুক্ত ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরীকে অভিষেক ম্যাচে জেতাতেও ভালো খেলতে মুখিয়ে আছে বাংলাদেশ দল। আজ (বৃহস্পতিবার, ২০ মার্চ) সকালে শিলংয়ের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে এ কথা জানান মিডফিল্ডার সোহেল রানা।

বাংলাদেশ ফুটবলে যেন নতুন জাগরণ। ভারতের বিপক্ষে এএফসি বাছাই পর্বের ম্যাচ। মেঘালয় রাজ্যের শিলংয়ে আয়োজিত সে ম্যাচ খেলতে জামাল ভূঁইয়াদের যাত্রা। তবে এবারের আয়োজনটা ভিন্ন। দীর্ঘদিন পর ফুটবল দলকে বিদায় জানাতে বিমানবন্দরে ভক্তদের ভীড় আর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

কারণটা অবশ্য পরিষ্কার। দলের সাথে আছেন ইংলিশ লিগে খেলা বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরী৷ লাল সবুজের এক নম্বর তারকা বাস থেকেও নামেন সবার আগে। তাই ভারতের বিপক্ষে ম্যাচটা যেন হয়ে গেছে অনেকটা হামজা কেন্দ্রিক।

বাংলাদেশ ফুটবল দলের ফুটবলার সোহেল রানা বলেন, ‘ভারতের সাথে আমরা চাইবো একটা নতুন বাংলাদেশ হিসেবে খেলতে। জয় দিয়ে যেন শুরু করতে পারি। হামজাকে যেন এই জয়টা আমরা দেশি খেলোয়াড়রা দিতে পারি যারা আমরা লোকাল খেলোয়াড় আছি।’

এর আগেও অনেকবার ভারতের বিপক্ষে ম্যাচ খেলেছে বাংলাদেশ। কিন্তু এবারের ম্যাচটা হবে অন্যান্যবারের চেয়ে আলাদা। কথাটির সাথে পুরোপুরি একমত জাতীয় দলের সহ অধিনায়ক তপু বর্মনও।

তিনি বলেন, ‘ভারতের সাথে আমাদের প্রথম খেলা এবার। আর আমাদের ট্রেনিং ক্যাম্পটাও শুরু হয় অনেক দ্রুত এবং অনেক সময় নিয়ে। এ জন্য আমাদের প্রিপারেশন, মানসিক শক্তি পুরোটাই আলাদা।’

পুরো দল ভারতের বিমানে উঠলেও এখনও স্কোয়াড ঘোষণা করেনি বাফুফে। কেন কি কারণে এমনটা হলো তাই প্রশ্ন ছিল টিম ম্যানেজার আমের খানের কাছে।

আমের খান বলেন, ‘আমাদের এখানে যারা ইনজুরিতে ছিল অর্থাৎ যারা ছিল তারা সবাইকে নিয়েই আমরা যাচ্ছি। আমরা ২৬ জনের মতো যাচ্ছি। যেহেতু খেলার আগের দিন ২৩ জন পর্যন্ত করার স্কোপ আছে। আমরা সেটা করবো।’

আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচে লড়বে টিম বাংলাদেশ। তার আগে সেখানকার কন্ডিশনের সাথেও খাপ খাওয়াতে হবে জামাল-তপুদের। সে কারণেই হাতে কয়েকদিন সময় রেখেই ভারতের বিমান ধরলেন কাবরেরা শিষ্যরা।