০৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
তাড়াশে ওরশ শরীফে পদপিষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জের তাড়শ উপজেলার নওগাঁ ইউনিয়নে শাহ শরীফ (রহঃ) এর মাজারের ওরশর শরিফে জনতার ভিড়ে পদপিষ্ট হয়ে রোকেয়া খাতুন (৫৫) নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ভাঙ্গা মাজার এলাকার পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। রোকায়া খাতুন নওগাঁ ইউনিয়নের সাকুয়াদিঘী গ্রামের মৃত মোবারক হোসেনর মেয়ে।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. নাজমুল কাদের জানান, নওগাঁ ওরশ চলাকালীন সময়ে বৃহস্পতিবার রাত ১০টার দিকে ভাঙ্গা মাজার এলাকার পশ্চিম পাশে মানুষের ভিরের মধ্যে পদপিষ্ট হয়ে বৃদ্ধা রোকেয়া খাতুনের মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য শাহ শরীফ (রহঃ) এর মাজারে বৃহস্প্রতি, শুক্র ও শনিবার এই ৩ দিন ব্যাপি ওরশর শরিফ শুরু হয়েছে এবং এখানে লক্ষাধিক লোকের মসাগম হয়।
বাখ//আর