গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে রাজশাহীর গোদাগাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় মুসলমানদের উপর ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যা ও ভারতে মুসলমানদের ওপর আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা মহিশালবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। একইভাবে অন্যন্য মসজিদ থেকে ধর্মপ্রাণ মসুলমানগণ মিছিল বের করেন। দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে মাসজিদুল আকসা পুনরুদ্ধার ও মজলুম ফিলিস্তিনিদের সমর্থনে এবং পবিত্র রমজান মাসে ভারতে হিন্দু উগ্রবাদ কর্তৃক মুসলিমদের হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন গোদাগাড়ীর ধর্মপ্রাণ মানুষ। এতে স্থানীয় ওলামায়ে কেরাম ও তাওহীদি জনতা উপস্থিত ছিলেন।
মিছিলটি গোদাগাড়ী মডেল থানা রোড প্রদক্ষিণ শেষে গোদাগাড়ী গোল চত্বরে এসে সমাবেশ করেন। এসময় “নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ” ” বিশ্বের মুসলিম এক হও শ্লোগানে মুখরিত হয় রাজপথ।
সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল গাজার অবরুদ্ধ ও নিরস্ত্র সাধারণ মানুষের ওপর বিশ্বাসঘাতকতামূলক হামলা চালিয়ে যুদ্ধবিরতির শর্ত ভেঙেছে। ইসরায়েলি নৃশংসতা ও চলমান গণহত্যার বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে সাহসী ও প্রতিবাদী ভুমিকা পালন করতে হবে। তাদের সাথে অর্থনৈতিক ও কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। বক্তারা ফিলিস্তিনে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা এবং ইসরায়েইলি ও ভারতীয় পণ্য বর্জনের আহবান জানান। বক্তারা আরও বলেন, ইসরায়েলের খুনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বর্বর নির্যাতনের তীব্র প্রতিবাদ জানায় এবং ভারতে উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে।
বাখ//আর