ইসলামপুরে সেফটিক ট্যাংক মিললো গৃহবধুর লাশ

জামালপুরের ইসলামপুরে সেফটি ট্যাংক থেকে সপ্না বেগম (৪৫) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার হয়েছে। শনিবার সন্ধ্যায় পৌর এলাকার উত্তর দরিয়াবাদ ফকির গ্রামে রহস্য জনক এ ঘটনা ঘটে। ওই গৃহবধু আব্দুল বারেক পতু শাহ ফকিরের স্ত্রী।
স্থানীয়রা জানায়,ওই গৃহবধু দীর্ঘদিন আগে হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহন করে পতু শাহ ফকিরের সাথে বিবাহ বন্ধবে আবদ্ধ হন। ভালই সংসার চলছিল তাদের। হঠাৎ আজকে এমন খবর শুনে দ্রæত গিয়ে দেখতে পাই কেউ তাকে হত্যা করে টয়লেটের ট্যাংকের ভিতর লুকিয়ে রেখেছে।
গৃহবধুর সৎ পুত্রবধু সুমি বেগম বলেন- দীর্ঘক্ষন শ্বাশুড়িকে বাড়ীতে দেখতে না পেয়ে স্বামী সাইফুল ইসলামকে খবর দেই। সাইফুল ইসলাম এসে স্বজনদের নিয়ে অনেক খোঁজাখুজির এক পর্যায়ে টয়লেটের ট্যাংক থেকে বুদবুদ উঠলে থাকলে স্লাব উঠাইলে ভিতরে শাশুড়ি পড়ে রয়েছে দেখে দ্রæত স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই কিন্তু ডাক্তার মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান-সেফটিক ট্যাংক থেকে সপ্না বেগম (৪৫) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার হয়েছে। স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।
বাখ//আর