০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

একাত্তরের সাথে চব্বিশকে এক কাতারে রাখা সমুচিত নয়: বিএনপি

অনলাইন ডেস্ক

জাতীয় ঐকমত্য কমিশন সংবিধানে একাত্তরের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের অভ্যুত্থানকে এক কাতারে রাখার যে সুপারিশ করেছে, তা নিয়ে বিরোধিতা করেছে বিএনপি। এটা সমুচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শনিবার (২৩ মার্চ) জাতীয় ঐকমত্য কমিশনের কাছে দলের মতামত জমা দেওয়ার পর ব্রিফিংয়ে তিনি এসব জানান। সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বিএনপি সংবিধানের মূলনীতি পরিবর্তনের পক্ষে নয়।’ তিনি আরও জানান, গণপ্রজাতন্ত্রের পরিবর্তে নাগরিকতন্ত্র রাখার কোনো যৌক্তিকতা নেই এবং দেশে গণতন্ত্রের চরিত্র হারিয়ে গেছে, তাই সংবিধান সংশোধন প্রয়োজন। তবে গণপরিষদ ভোটের প্রয়োজনীয়তা তারা দেখতে পাচ্ছে না বিএনপি। বিচার বিভাগের সুপারিশগুলোর প্রায় সবগুলোতে তারা একমত।

এছাড়া, বিএনপি ইসির দায়বদ্ধতা সংসদীয় কমিটির হাতে রাখার বিপক্ষে মত প্রকাশ করেছে। সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার জন্য এনআইডি আলাদা কোনো প্রতিষ্ঠানের হাতে দেওয়ার বিপক্ষে আমরা।’ তিনি আরও উল্লেখ করেন যে, আওয়ামী লীগ আমলে এনআইডির কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় আনা হয়েছিল, তবে সেটি এখনো বাতিল হয়নি। এনআইডির কার্যক্রম নির্বাচন কমিশনের হাতে রাখার পক্ষে বিএনপি।

তিনি আরও জানান, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের বিষয়টি নির্বাচন কমিশনের সাংবিধানিক এখতিয়ার। নির্বাচন কমিশনের আইন মন্ত্রণালয়ের কাছে সংশোধন প্রক্রিয়া চলছে, যা নির্বাচনী আয়োজনের ক্ষেত্রে কিছুটা জটিলতা সৃষ্টি করতে পারে।

জাতীয় ঐকমত্য কমিশন ২০ মার্চ থেকে রাজনৈতিক দলের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ শুরু করেছে। ৬ মার্চ ৩৭টি দলকে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন এবং বিচার বিভাগ সংস্কারের জন্য ১৬৬টি সুপারিশ নিয়ে মতামত জানাতে চিঠি পাঠানো হয়।

এলডিপি, খেলাফত মজলিস এবং লেবার পার্টির নেতারা ইতোমধ্যে কমিশনের সঙ্গে বৈঠক করেছেন, এবং বিএনপি তাদের মতামত ২৩ মার্চ কমিশনের কাছে জমা দিয়েছে।

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৩:৫৩:০৫ অপরাহ্ন, রোববার, ২৩ মার্চ ২০২৫
৮৯ জন দেখেছেন

একাত্তরের সাথে চব্বিশকে এক কাতারে রাখা সমুচিত নয়: বিএনপি

আপডেট : ০৩:৫৩:০৫ অপরাহ্ন, রোববার, ২৩ মার্চ ২০২৫

জাতীয় ঐকমত্য কমিশন সংবিধানে একাত্তরের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের অভ্যুত্থানকে এক কাতারে রাখার যে সুপারিশ করেছে, তা নিয়ে বিরোধিতা করেছে বিএনপি। এটা সমুচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শনিবার (২৩ মার্চ) জাতীয় ঐকমত্য কমিশনের কাছে দলের মতামত জমা দেওয়ার পর ব্রিফিংয়ে তিনি এসব জানান। সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বিএনপি সংবিধানের মূলনীতি পরিবর্তনের পক্ষে নয়।’ তিনি আরও জানান, গণপ্রজাতন্ত্রের পরিবর্তে নাগরিকতন্ত্র রাখার কোনো যৌক্তিকতা নেই এবং দেশে গণতন্ত্রের চরিত্র হারিয়ে গেছে, তাই সংবিধান সংশোধন প্রয়োজন। তবে গণপরিষদ ভোটের প্রয়োজনীয়তা তারা দেখতে পাচ্ছে না বিএনপি। বিচার বিভাগের সুপারিশগুলোর প্রায় সবগুলোতে তারা একমত।

এছাড়া, বিএনপি ইসির দায়বদ্ধতা সংসদীয় কমিটির হাতে রাখার বিপক্ষে মত প্রকাশ করেছে। সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার জন্য এনআইডি আলাদা কোনো প্রতিষ্ঠানের হাতে দেওয়ার বিপক্ষে আমরা।’ তিনি আরও উল্লেখ করেন যে, আওয়ামী লীগ আমলে এনআইডির কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় আনা হয়েছিল, তবে সেটি এখনো বাতিল হয়নি। এনআইডির কার্যক্রম নির্বাচন কমিশনের হাতে রাখার পক্ষে বিএনপি।

তিনি আরও জানান, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের বিষয়টি নির্বাচন কমিশনের সাংবিধানিক এখতিয়ার। নির্বাচন কমিশনের আইন মন্ত্রণালয়ের কাছে সংশোধন প্রক্রিয়া চলছে, যা নির্বাচনী আয়োজনের ক্ষেত্রে কিছুটা জটিলতা সৃষ্টি করতে পারে।

জাতীয় ঐকমত্য কমিশন ২০ মার্চ থেকে রাজনৈতিক দলের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ শুরু করেছে। ৬ মার্চ ৩৭টি দলকে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন এবং বিচার বিভাগ সংস্কারের জন্য ১৬৬টি সুপারিশ নিয়ে মতামত জানাতে চিঠি পাঠানো হয়।

এলডিপি, খেলাফত মজলিস এবং লেবার পার্টির নেতারা ইতোমধ্যে কমিশনের সঙ্গে বৈঠক করেছেন, এবং বিএনপি তাদের মতামত ২৩ মার্চ কমিশনের কাছে জমা দিয়েছে।