১০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই অভ্যুত্থানের আহতদের পাশে থাকার প্রতিশ্রুতি সেনাপ্রধানের

অনলাইন ডেস্ক

জুলাইয়ে অভ্যুত্থানের আহতদের পাশে সব সময় থাকার প্রতিশ্রুতি দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। তিনি বলেন, ‘আহতদের চিকিৎসার বিষয়ে তৎপর থাকবে সেনাবাহিনী।’

আজ (রোববার, ২৩ মার্চ) জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি একথা বলেন। ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে অনুষ্ঠিত এই ইফতারে অংশ নেন আহত ছাত্র ছাত্রীরা।

আজকের অনুষ্ঠানে অংশ নেন শহীদ আবু সাঈদের পিতা। অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন সেনাপ্রধান।

জুলাই গণঅভ্যুত্থানের আহতরা জাতির কৃতি সন্তান বলেও এ সময় আখ্যা দেন জেনারেল ওয়াকার-উজ-জামান। জাতির জন্য অবদান রাখায় জুলাই বিপ্লবের আহতদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘আমাদের এখানে অনেকেই খুব আহত, অনেকেই চলাফেরা করতে পারেন না। দেখতে পারেন না। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে আমরা সব সময়ই আপনাদের পাশে থাকব।’

রাজধানীর সেনা মালঞ্চে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের জন্য এই ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী। ইফতারে যোগ দেন ২০২৪ সালে গণঅভ্যূথানের সময় আহত কয়েক হাজার শিক্ষার্থী।

সংক্ষিপ্ত বক্তব্যে সেনাপ্রধান জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের অবদানের কথা স্মরণ করেন। তিনি জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে এ পর্যন্ত চার হাজার দুইশ শিক্ষার্থীকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।

আহতদের মনোবল ধরে রাখার পরামর্শও দেন তিনি। তাদের চিকিৎসা ও আর্থিক সহায়তা বহাল থাকবে বলেও জানান সেনাপ্রধান।

ইফতার ও নৈশভোজ অনুষ্ঠানে গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থী ছাড়াও অংশ নেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসামরিক পরিমণ্ডলের বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালকরা।

এছাড়া অনুষ্ঠান শেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয়।

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৯:৫০:৫৯ অপরাহ্ন, রোববার, ২৩ মার্চ ২০২৫
৭৯ জন দেখেছেন

জুলাই অভ্যুত্থানের আহতদের পাশে থাকার প্রতিশ্রুতি সেনাপ্রধানের

আপডেট : ০৯:৫০:৫৯ অপরাহ্ন, রোববার, ২৩ মার্চ ২০২৫

জুলাইয়ে অভ্যুত্থানের আহতদের পাশে সব সময় থাকার প্রতিশ্রুতি দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। তিনি বলেন, ‘আহতদের চিকিৎসার বিষয়ে তৎপর থাকবে সেনাবাহিনী।’

আজ (রোববার, ২৩ মার্চ) জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি একথা বলেন। ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে অনুষ্ঠিত এই ইফতারে অংশ নেন আহত ছাত্র ছাত্রীরা।

আজকের অনুষ্ঠানে অংশ নেন শহীদ আবু সাঈদের পিতা। অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন সেনাপ্রধান।

জুলাই গণঅভ্যুত্থানের আহতরা জাতির কৃতি সন্তান বলেও এ সময় আখ্যা দেন জেনারেল ওয়াকার-উজ-জামান। জাতির জন্য অবদান রাখায় জুলাই বিপ্লবের আহতদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘আমাদের এখানে অনেকেই খুব আহত, অনেকেই চলাফেরা করতে পারেন না। দেখতে পারেন না। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে আমরা সব সময়ই আপনাদের পাশে থাকব।’

রাজধানীর সেনা মালঞ্চে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের জন্য এই ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী। ইফতারে যোগ দেন ২০২৪ সালে গণঅভ্যূথানের সময় আহত কয়েক হাজার শিক্ষার্থী।

সংক্ষিপ্ত বক্তব্যে সেনাপ্রধান জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের অবদানের কথা স্মরণ করেন। তিনি জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে এ পর্যন্ত চার হাজার দুইশ শিক্ষার্থীকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।

আহতদের মনোবল ধরে রাখার পরামর্শও দেন তিনি। তাদের চিকিৎসা ও আর্থিক সহায়তা বহাল থাকবে বলেও জানান সেনাপ্রধান।

ইফতার ও নৈশভোজ অনুষ্ঠানে গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থী ছাড়াও অংশ নেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসামরিক পরিমণ্ডলের বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালকরা।

এছাড়া অনুষ্ঠান শেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয়।