০৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

২০২৬ বিশ্বকাপ খেলতে পাড়বে আর্জেন্টিনা!

স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিতে প্রায় নিশ্চিত অবস্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কনমেবল অঞ্চলের পরবর্তী পাঁচ ম্যাচে যদি আর্জেন্টিনা হারে এবং ১৫ গোল হজম করে, তাহলেই কেবল বাদ পড়ার শঙ্কা তৈরি হবে। বাস্তবে, এই সম্ভাবনা একেবারেই ক্ষীণ।

২০২৬ সালের বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো ইতোমধ্যেই সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করেছে। গতকাল বাছাইপর্ব শেষ করে প্রথম দল হিসেবে বিশ্বকাপের টিকিট কেটেছে জাপান। এবার সেই সুযোগ আর্জেন্টিনার সামনে।

আগামী বুধবার (২৬ তারিখ) ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিপক্ষে মাত্র ১ পয়েন্ট পেলেই ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত হবে স্কালোনির দলের। জয় পেলেও নিশ্চিতভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে আলবিসেলেস্তেরা।

কনমেবল অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকায় বর্তমানে তিন নম্বরে রয়েছে ব্রাজিল। তাদের বিশ্বকাপে যেতে আরও কয়েকটি ম্যাচের প্রয়োজন হতে পারে। শেষ পাঁচ ম্যাচের মধ্যে অন্তত দুইটি জয় পেলেই ব্রাজিল পৌঁছে যাবে বিশ্বকাপে। তবে মর্যাদার লড়াইয়ে আর্জেন্টিনার বিপক্ষে জয় চাইবে ব্রাজিলও।

এদিকে আসন্ন বড় ম্যাচের আগে দু’দলের কোচই বেশ দুশ্চিন্তায় রয়েছেন। চোট ও নিষেধাজ্ঞার কারণে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় অনুপস্থিত থাকবেন। ব্রাজিল ইতোমধ্যেই চারজন তারকাকে হারিয়েছে।

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে মাত্র ২৮ মিনিট খেলেই চোটে পড়েন মিডফিল্ডার গার্সন। ৭১ মিনিটে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন গোলরক্ষক অ্যালিসন বেকার। এছাড়া দুই ম্যাচে হলুদ কার্ড পাওয়ার কারণে খেলতে পারবেন না গ্যাব্রিয়েল মাগালায়েস ও ব্রুনো গুইমারেস।

আর্জেন্টিনারও একজন খেলোয়াড় লাল কার্ড দেখায় পরবর্তী ম্যাচে থাকবেন না। পাশাপাশি অনিশ্চয়তায় আছেন রদ্রিগো ডি পলেরও।

আগামী ম্যাচের ফলাফলই বলে দেবে, আর্জেন্টিনা বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে পারে কি না। তবে বর্তমান পরিস্থিতিতে স্কালোনির দল প্রায় এক পা দিয়েই রেখেছে ২০২৬ বিশ্বকাপে।

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০১:১৫:৫৬ অপরাহ্ন, রোববার, ২৩ মার্চ ২০২৫
৭১ জন দেখেছেন

২০২৬ বিশ্বকাপ খেলতে পাড়বে আর্জেন্টিনা!

আপডেট : ০১:১৫:৫৬ অপরাহ্ন, রোববার, ২৩ মার্চ ২০২৫

২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিতে প্রায় নিশ্চিত অবস্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কনমেবল অঞ্চলের পরবর্তী পাঁচ ম্যাচে যদি আর্জেন্টিনা হারে এবং ১৫ গোল হজম করে, তাহলেই কেবল বাদ পড়ার শঙ্কা তৈরি হবে। বাস্তবে, এই সম্ভাবনা একেবারেই ক্ষীণ।

২০২৬ সালের বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো ইতোমধ্যেই সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করেছে। গতকাল বাছাইপর্ব শেষ করে প্রথম দল হিসেবে বিশ্বকাপের টিকিট কেটেছে জাপান। এবার সেই সুযোগ আর্জেন্টিনার সামনে।

আগামী বুধবার (২৬ তারিখ) ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিপক্ষে মাত্র ১ পয়েন্ট পেলেই ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত হবে স্কালোনির দলের। জয় পেলেও নিশ্চিতভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে আলবিসেলেস্তেরা।

কনমেবল অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকায় বর্তমানে তিন নম্বরে রয়েছে ব্রাজিল। তাদের বিশ্বকাপে যেতে আরও কয়েকটি ম্যাচের প্রয়োজন হতে পারে। শেষ পাঁচ ম্যাচের মধ্যে অন্তত দুইটি জয় পেলেই ব্রাজিল পৌঁছে যাবে বিশ্বকাপে। তবে মর্যাদার লড়াইয়ে আর্জেন্টিনার বিপক্ষে জয় চাইবে ব্রাজিলও।

এদিকে আসন্ন বড় ম্যাচের আগে দু’দলের কোচই বেশ দুশ্চিন্তায় রয়েছেন। চোট ও নিষেধাজ্ঞার কারণে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় অনুপস্থিত থাকবেন। ব্রাজিল ইতোমধ্যেই চারজন তারকাকে হারিয়েছে।

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে মাত্র ২৮ মিনিট খেলেই চোটে পড়েন মিডফিল্ডার গার্সন। ৭১ মিনিটে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন গোলরক্ষক অ্যালিসন বেকার। এছাড়া দুই ম্যাচে হলুদ কার্ড পাওয়ার কারণে খেলতে পারবেন না গ্যাব্রিয়েল মাগালায়েস ও ব্রুনো গুইমারেস।

আর্জেন্টিনারও একজন খেলোয়াড় লাল কার্ড দেখায় পরবর্তী ম্যাচে থাকবেন না। পাশাপাশি অনিশ্চয়তায় আছেন রদ্রিগো ডি পলেরও।

আগামী ম্যাচের ফলাফলই বলে দেবে, আর্জেন্টিনা বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে পারে কি না। তবে বর্তমান পরিস্থিতিতে স্কালোনির দল প্রায় এক পা দিয়েই রেখেছে ২০২৬ বিশ্বকাপে।