০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী একরেম কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী রাজনীতিক ও ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার তাকে আদালতে তোলার পর কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ৫৩ বছর বয়সী একরেম তুরস্কের বিরোধী রাজনৈতিক দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার কথা তাঁর।

একরেমকে আটকের পর গতকাল রোববার আদালতে তোলা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাঁর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, চাঁদাবাজি, অবৈধভাবে অন্যের ব্যক্তিগত তথ্য রেকর্ড, টেন্ডারবাজী এবং অপরাধী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আনেন। এসব অভিযোগ আমলে নিয়ে একরেমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

গত বুধবার ইস্তাম্বুলের এই মেয়রকে এক বিশেষ অভিযানে আটক করা হয়। এ ঘটনায় বিক্ষোভ করেন তাঁর সমর্থকেরা। দেশটির রাজধানী আঙ্কারা ও ইস্তাম্বুলসহ বিভিন্ন শহরে তাঁর মুক্তির দাবিতে বিক্ষোভ হয়। এসব বিক্ষোভে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। এ পর্যন্ত তিন শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং তাঁর রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) অভিযোগ, একরেম ও তাঁর দল সিএইচপির সঙ্গে তুরস্কের নিষিদ্ধ রাজনৈতিক দল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) গোপন আঁতাত রয়েছে। তবে একরেম এবং সিএইচপি এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

একরেম ইমামোগলু তুরস্কে বেশ জনপ্রিয় নেতা। ২০১৯ সালে তিনি ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হন। তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিল এই নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দেয়। তবে পুননির্বাচনেও জয়ী হন ইমামোগলু। সাম্প্রতিক সময়ে একরেম নিজেকে প্রেসিডেন্ট এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তুলেছেন।

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০১:৫০:২৬ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
৮১ জন দেখেছেন

এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী একরেম কারাগারে

আপডেট : ০১:৫০:২৬ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী রাজনীতিক ও ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার তাকে আদালতে তোলার পর কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ৫৩ বছর বয়সী একরেম তুরস্কের বিরোধী রাজনৈতিক দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার কথা তাঁর।

একরেমকে আটকের পর গতকাল রোববার আদালতে তোলা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাঁর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, চাঁদাবাজি, অবৈধভাবে অন্যের ব্যক্তিগত তথ্য রেকর্ড, টেন্ডারবাজী এবং অপরাধী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আনেন। এসব অভিযোগ আমলে নিয়ে একরেমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

গত বুধবার ইস্তাম্বুলের এই মেয়রকে এক বিশেষ অভিযানে আটক করা হয়। এ ঘটনায় বিক্ষোভ করেন তাঁর সমর্থকেরা। দেশটির রাজধানী আঙ্কারা ও ইস্তাম্বুলসহ বিভিন্ন শহরে তাঁর মুক্তির দাবিতে বিক্ষোভ হয়। এসব বিক্ষোভে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। এ পর্যন্ত তিন শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং তাঁর রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) অভিযোগ, একরেম ও তাঁর দল সিএইচপির সঙ্গে তুরস্কের নিষিদ্ধ রাজনৈতিক দল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) গোপন আঁতাত রয়েছে। তবে একরেম এবং সিএইচপি এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

একরেম ইমামোগলু তুরস্কে বেশ জনপ্রিয় নেতা। ২০১৯ সালে তিনি ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হন। তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিল এই নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দেয়। তবে পুননির্বাচনেও জয়ী হন ইমামোগলু। সাম্প্রতিক সময়ে একরেম নিজেকে প্রেসিডেন্ট এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তুলেছেন।