কলাপাড়ায় অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের জয়বাংলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার শেষ বিকেল এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ একটি দোকানে আগুন লাগতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান।
স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, “আমরা আগুন লাগার সঙ্গে সঙ্গে পানি ও বালতি দিয়ে নেভানোর চেষ্টা করেছি। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। ধারণা করা হচ্ছে, এটি বিদ্যুৎ থেকে সৃষ্ট হয়েছে।
অগ্নিকাণ্ডে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে, যার ফলে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দিয়েছে এবং আগুনের প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি দল। কলাপাড়া উপজেলা ফায়ার স্টেশনের এক কর্মকর্তা জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
বাখ//আর