কলাপাড়ায় মসজিদ ও মাদ্রাসার পরিচালনা কমিটি থেকে পদত্যাগ করলেন সাংবাদিক টিপু

পটুয়াখালীর কলাপাড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদের পরিচালনা কমিটি ও এতিমখানা হাফেজিয়া মাদ্রাসার কমিটি থেকে পদত্যাগ করলেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক মো. নেছার উদ্দিন আহমেদ টিপু। সোমবার দুপুরে প্রতিষ্ঠান দু’টির পরিচালনা কমিটির সভাপতি কলাপাড়া ইউএনও মো. রবিউল ইসলামের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
সূত্র জানায়, পারিবারিক, ব্যক্তিগত ও পেশাগত ব্যস্ততার কারণে তিনি কেন্দ্রীয় জামে মসজিদের যুগ্ম সম্পাদক ও এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। একই সঙ্গে এসব ধর্মীয় প্রতিষ্ঠানে আলেম-ওলামা, মাশায়েখ এবং যাদের ইসলাম ও ধর্ম সম্পর্কে উচ্চ জ্ঞান রয়েছে তারা এসব ধর্মীয় প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে থাকলে ধর্মীয় মূল্যবোধের চর্চা অব্যাহত থাকবে বলে তিনি মনে করেন।
কলাপাড়া ইউএনও মো. রবিউল ইসলাম সাংবাদিক টিপু’র পদত্যাগপত্র জমা দেয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, সাংবাদিক নেছার উদ্দিন আহমেদ টিপু কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও জাতীয় দৈনিক প্রথম আলো পত্রিকার কলাপাড়া প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
বাখ//আর