০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের প্রভাবমুক্ত নির্বাচন চায় জাগপা

অনলাইন ডেস্ক

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভারতের প্রভাবমুক্ত ও অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু করতে প্রধান নির্বাচন কমিশনারকে আহ্বান জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি তাসমিয়া প্রধান।

সোমবার (২৪ মার্চ) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে জাগপা সভাপতির নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এরপর গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলেন।

তাসমিয়া প্রধান বলেন, আমরা সিইসিকে বলেছি সুষ্ঠু ও ভারতীয় প্রভাব মুক্ত নির্বাচন চাই। বিগত ১৭ বছরে আমরা অনেক দেখেছি নির্বাচনে বাইরের হস্তক্ষেপ হয়েছে। সামনের নির্বাচন এরকম হবে না। এটা আমরাও বিশ্বাস করি। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে যে নির্বাচন হবে তা সুষ্ঠু-অবাধ ও নিরপেক্ষ হবে এবং ভারতীয় প্রভাব মুক্ত হবে। সিইসিকে জানিয়ে আমরা জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) নিবন্ধন ফিরে পেয়েছি। সিইসি বলেছেন নির্বাচনে সব দলের সহযোগিতা দরকার। আমরা জানিয়েছি ইসিকে অবশ্যই সহযোগিতা করব। আমরা হাইকোর্টের রায় পেয়েছি। ইসি আপিল করলে আমরা আইনগতভাবে মোকাবিলা করব।

জাতীয় গণতান্ত্রিক পার্টিকে নিবন্ধন ফিরিয়ে দিতে হাইকোর্টের রায়ের পর প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে জাগপার প্রতিনিধি দল। ২০১৪ সালের ২৪ জুলাই জাগপাকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। তবে নিবন্ধনে আইনি বিধিবিধানের শর্ত পূরণ না করার অভিযোগ তুলে ২০২১ সালের ২৮ জানুয়ারি দলটির নিবন্ধন বাতিল করে ইসি। এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দলটির সভাপতি আইনজীবী তাসমিয়া প্রধান ওই বছরই রিট করেন। গত বুধবার দলটির নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশ দেয় হাইকোর্ট।

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৪:০৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
৯৩ জন দেখেছেন

ভারতের প্রভাবমুক্ত নির্বাচন চায় জাগপা

আপডেট : ০৪:০৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভারতের প্রভাবমুক্ত ও অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু করতে প্রধান নির্বাচন কমিশনারকে আহ্বান জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি তাসমিয়া প্রধান।

সোমবার (২৪ মার্চ) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে জাগপা সভাপতির নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এরপর গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলেন।

তাসমিয়া প্রধান বলেন, আমরা সিইসিকে বলেছি সুষ্ঠু ও ভারতীয় প্রভাব মুক্ত নির্বাচন চাই। বিগত ১৭ বছরে আমরা অনেক দেখেছি নির্বাচনে বাইরের হস্তক্ষেপ হয়েছে। সামনের নির্বাচন এরকম হবে না। এটা আমরাও বিশ্বাস করি। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে যে নির্বাচন হবে তা সুষ্ঠু-অবাধ ও নিরপেক্ষ হবে এবং ভারতীয় প্রভাব মুক্ত হবে। সিইসিকে জানিয়ে আমরা জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) নিবন্ধন ফিরে পেয়েছি। সিইসি বলেছেন নির্বাচনে সব দলের সহযোগিতা দরকার। আমরা জানিয়েছি ইসিকে অবশ্যই সহযোগিতা করব। আমরা হাইকোর্টের রায় পেয়েছি। ইসি আপিল করলে আমরা আইনগতভাবে মোকাবিলা করব।

জাতীয় গণতান্ত্রিক পার্টিকে নিবন্ধন ফিরিয়ে দিতে হাইকোর্টের রায়ের পর প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে জাগপার প্রতিনিধি দল। ২০১৪ সালের ২৪ জুলাই জাগপাকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। তবে নিবন্ধনে আইনি বিধিবিধানের শর্ত পূরণ না করার অভিযোগ তুলে ২০২১ সালের ২৮ জানুয়ারি দলটির নিবন্ধন বাতিল করে ইসি। এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দলটির সভাপতি আইনজীবী তাসমিয়া প্রধান ওই বছরই রিট করেন। গত বুধবার দলটির নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশ দেয় হাইকোর্ট।