মাগুরার শ্রীপুরের গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে ৫ জনের জেল

সরকারি নিয়মনীতি উপেক্ষা করে বিনা অনুমতিতে মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল-রায়নগর এলাকায় গড়াই নদী থেকে অবৈধভাবে ভারীড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার দায়ে শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় ৫ জনকে আটক করে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শ্রীপুরের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস জানান, বিভিন্ন সূত্রে তাঁর কাছে অভিযোগ যে,উপজেলার নাকোল ইউনিয়নের রায়নগর গ্রামস্থ গড়াই ইটভাটার সন্নিকট গড়াই নদীতে অধীক শক্তিশালী ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে মজুত রাখা হচ্ছে।
এসংবাদের ভিত্তিতে নাকোল ইউনিয়নের ভূমি অফিসারের মাধ্যমে তদন্তপূর্বক ঘটনার সত্যতা পান এবং ড্রেজার বন্ধের নির্দেশ দেন। এরপরও বালু উত্তোলনকারীরা সরকারি নির্দেশ উপেক্ষা করে জোরপূর্বক অব্যাহতভাবে বালু উত্তোলন করতেই থাকে। এভাবে এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পর গত শনিবার(২২ মার্চ) সন্ধ্যায় উক্ত এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে এবং বালু উত্তোলনের সাথে জড়িত থাকায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলার নাড়ুয়া গ্রামের তুষার মহাজন, একই গ্রামের মান্নান মোল্লার ছেলে হিরা মন্ডল ও জামসাপুর গ্রামের মোমিন মন্ডলের ছেলে জিন্না এবং মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চরমহেশপুর গ্রামের জমির খাঁর ছেলে ইমরান হোসেন ও একই গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে মুক্তার মোল্যাসহ ৫’জনকে আটক করেন ভ্রাম্যমান আদালত এবং আটককৃতদেরকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা মোতাবেক প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস বলেন, নদী রক্ষায় এ অভিযান অব্যাহতভাবে চলতেই থাকবে। অবৈধ ভাবে নদী থেকে বালু উত্তোলন করলে তাকে অবশ্যই আইনের আওতায় আসতেই হবে।
বাখ//আর