০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নতুন আঙ্গিকে স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

অনলাইন ডেস্ক

আগামীকাল (মঙ্গলবার, ২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিলো স্বাধীন বাংলাদেশ, সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত করা হয়েছে সাভার জাতীয় স্মৃতিসৌধ।

স্বাধীনতা দিবসে জাতির শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। কাল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল নামবে স্মৃতিসৌধে। ইতোমধ্যে সৌন্দর্য বর্ধনসহ ধোয়ামোছার কাজ শেষ করেছে কর্তৃপক্ষ।

সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ‘আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার করা,ফুল দিয়ে সাজানো, আলোকসজ্জা,রং-তুলির কাজ, সিসি ক্যামেরার স্থাপন,লেকসংস্কারসহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি।’

স্বাধীনতা দিবসে প্রথম শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তারপর সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধ খুলে দেয়া হবে। দিবসটি উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার বলেন, ‘উপজেলা পরিষদের পক্ষ থেকে যেসব পদক্ষেপ গ্রহণ করা দরকার তা ইতোমধ্যেই আমরা গ্রহণ করেছি। আমরা মনে করি এবার খুব সুন্দর একটা পরিবেশে সবাই স্মৃতিসৌধে এসে শ্রদ্ধা জানাতে পারবে।’

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নয়া আঙ্গিকে এবার উদ্‌যাপন হতে যাচ্ছে মহান স্বাধীনতা দিবস। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২৪ এর আন্দোলনে সকল শহীদদের স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার প্রত্যাশায় পালিত হবে দিবসটি।

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৩:০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
৭১ জন দেখেছেন

নতুন আঙ্গিকে স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

আপডেট : ০৩:০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

আগামীকাল (মঙ্গলবার, ২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিলো স্বাধীন বাংলাদেশ, সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত করা হয়েছে সাভার জাতীয় স্মৃতিসৌধ।

স্বাধীনতা দিবসে জাতির শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। কাল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল নামবে স্মৃতিসৌধে। ইতোমধ্যে সৌন্দর্য বর্ধনসহ ধোয়ামোছার কাজ শেষ করেছে কর্তৃপক্ষ।

সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ‘আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার করা,ফুল দিয়ে সাজানো, আলোকসজ্জা,রং-তুলির কাজ, সিসি ক্যামেরার স্থাপন,লেকসংস্কারসহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি।’

স্বাধীনতা দিবসে প্রথম শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তারপর সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধ খুলে দেয়া হবে। দিবসটি উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার বলেন, ‘উপজেলা পরিষদের পক্ষ থেকে যেসব পদক্ষেপ গ্রহণ করা দরকার তা ইতোমধ্যেই আমরা গ্রহণ করেছি। আমরা মনে করি এবার খুব সুন্দর একটা পরিবেশে সবাই স্মৃতিসৌধে এসে শ্রদ্ধা জানাতে পারবে।’

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নয়া আঙ্গিকে এবার উদ্‌যাপন হতে যাচ্ছে মহান স্বাধীনতা দিবস। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২৪ এর আন্দোলনে সকল শহীদদের স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার প্রত্যাশায় পালিত হবে দিবসটি।