০৮:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
কলাপাড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অপহরনের ঘটনায় থানায় মামলা, গ্রেফপ্তার-১

পটুয়াখালীর কলাপাড়ায় মাইশা মনি (১০) নামের পঞ্চম শ্রেনীতে পড়ুয়া এক শিক্ষার্থীকে অপরহনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত হারুন মৃধা (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে শিশুটি অপহরনকারীর চোখ ফাকি দিয়ে নিজ বাড়ীতে এসে পৌছায়। পরে বিকালে ওই শিশুটির পিতা বাদী হয়ে কলাপাড়া থানায় হারুন মৃধার নামে একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, পটুয়াখালীর বাদুরা গ্রামের হারুন মৃধা কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকায় ভাড়া থাকেন। গতকাল মঙ্গলবার বিকালে চিপস ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে মাইশাকে বড় মসজিদ সংলগ্ন সড়কের উপর থেকে তার বাসায় নিয়ে যায়। পরে সারারাত তাকে তার ঘরের টয়লেটে আটকে রাখে। রাতভর মাইশার পিতা মোরশেদ বিভিন্ন স্থানে খোজাখুজি করে না পেয়ে থানায় অবগত করেন। বুধবার সকালে হারুন মাইশাকে তার ঘরে তালাবদ্ধ করে বাজারে চলে আসেন। মাইশা এ সুযোগে কৌশলে পিছনের দরজা খুলে বাড়িতে এসে তার পরিবারকে সব খুলে বলেন। পরে হাসপাতাল প্রাঙ্গন থেকে হারুনকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন,এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামীকে গ্রেপ্তার পূর্বক আজ বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।
বাখ//আর