০৩:২৩ পূর্বাহ্ন, রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
তাড়াশে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, তাড়াশ থানা, তাড়াশ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আনসার ভিডিপি, তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, তাড়াশ প্রেসক্লাব ও তাড়াশ উপজেলায় কর্মরত সংবাদকর্মীগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর শহীদের রুহের মাগফেরাত কামনা করে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এরপর সকাল ৮ টায় উপজেলা হ্যালিপ্যাড মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। উল্লেখ্য সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
বাখ//আর