০৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধ রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

অনলাইন ডেস্ক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ। সূর্যোদয়ের পরপরই জাতীয় স্মৃতিসৌধ একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরে প্রধান বিচারপতি উপদেষ্টা পরিষদের সদস্য ও বিদেশি কূটনীতিকরা শ্রদ্ধা নিবেদন করেন।

আঁধার পেরিয়ে ঝলমলে পূব দিগন্ত। এমনি এক আলোকিত প্রভাতের জন্য প্রাণ দেয় লাখো বিপ্লবী৷ সেই শহীদ বীর যোদ্ধাদের সম্মানে জাতীয় স্মৃতিসৌধে অন্তর্বর্তী সরকার প্রধান।

বৃহস্পতিবার ভোরে, স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি ফুল দিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তখন সশস্ত্র সালাম জানায় তিন বাহিনীর সদস্যরা।

এর আগে শহীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তখন দেশের জন্য আত্মোৎসর্গকারীদের স্মরণে তখন বেজে ওঠে বিউগল, এক করুণ সুর।

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার ফুল দেয়া শেষে শহীদ বেদির দিকে এগিয়ে যায় উপদেষ্টা পরিষদের সদস্যরা । এরপর শ্রদ্ধা জানান বাংলাদেশে দায়িত্বরত বিদেশি কূটনীতিক ও সুপ্রিম কোর্টের বিচারপতিরা।

এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা সহযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বলেন, ৭১ এ স্বাধীনতা রক্ষার ভিত্তি ২৪ এর গণঅভ্যুত্থান। বলেন মুক্তিযুদ্ধের চেতনায় নতুন বাংলাদেশ সুখি ও সমৃদ্ধশালী হবে।

এরপর স্মৃতিসৌধের বেদির দিকে ধীর পায়ে এগিয়ে যায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ।

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০২:০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
৭৭ জন দেখেছেন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধ রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

আপডেট : ০২:০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ। সূর্যোদয়ের পরপরই জাতীয় স্মৃতিসৌধ একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরে প্রধান বিচারপতি উপদেষ্টা পরিষদের সদস্য ও বিদেশি কূটনীতিকরা শ্রদ্ধা নিবেদন করেন।

আঁধার পেরিয়ে ঝলমলে পূব দিগন্ত। এমনি এক আলোকিত প্রভাতের জন্য প্রাণ দেয় লাখো বিপ্লবী৷ সেই শহীদ বীর যোদ্ধাদের সম্মানে জাতীয় স্মৃতিসৌধে অন্তর্বর্তী সরকার প্রধান।

বৃহস্পতিবার ভোরে, স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি ফুল দিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তখন সশস্ত্র সালাম জানায় তিন বাহিনীর সদস্যরা।

এর আগে শহীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তখন দেশের জন্য আত্মোৎসর্গকারীদের স্মরণে তখন বেজে ওঠে বিউগল, এক করুণ সুর।

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার ফুল দেয়া শেষে শহীদ বেদির দিকে এগিয়ে যায় উপদেষ্টা পরিষদের সদস্যরা । এরপর শ্রদ্ধা জানান বাংলাদেশে দায়িত্বরত বিদেশি কূটনীতিক ও সুপ্রিম কোর্টের বিচারপতিরা।

এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা সহযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বলেন, ৭১ এ স্বাধীনতা রক্ষার ভিত্তি ২৪ এর গণঅভ্যুত্থান। বলেন মুক্তিযুদ্ধের চেতনায় নতুন বাংলাদেশ সুখি ও সমৃদ্ধশালী হবে।

এরপর স্মৃতিসৌধের বেদির দিকে ধীর পায়ে এগিয়ে যায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ।