০৪:০১ পূর্বাহ্ন, রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ঈদযাত্রার নিরাপত্তায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে: স্বরাষ্ট্র সচিব

অনলাইন ডেস্ক

এবারের ঈদযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি। তিনি বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছুটিতে নেই, ফলে ঈদে টানা ছুটি থাকলেও নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটবে না।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নাসিমুল গনি বলেন, ‘বিভিন্ন টার্মিনালসহ ঈদযাত্রায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদের টানা ছুটিতে পুলিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্কতার মধ্যে থাকবে। সব থানার স্বাভাবিক কার্যক্রম চালু থাকবে।’

নাসিমুল গনি বলেন, এ বছর দেশের প্রেক্ষাপট ভিন্ন হওয়ায় মানুষের জানমাল রক্ষায় অন্যান্য বারের চেয়ে অধিক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। যেকোনো ঝামেলা এড়াতে ৯৯৯ এ ফোন দিলে দ্রুত পুলিশের সহায়তা পাওয়া যাবে, কারণ পুলিশ এখন আগের চেয়ে অনেক অ্যাকটিভ।

তিনি বলেন, যারা ঢাকার বাইরে যাবেন রাস্তায় তাদের সমস্যা এড়াতে কঠোর থাকবে হাইওয়ে পুলিশ। ছুটিতে যারা ঢাকায় থাকবেন তারা যাতে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারে সে ব্যাপারে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, ঈদের ছুটিতে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সতর্ক থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২৪ ঘণ্টায় সতর্কভাবে দায়িত্ব পালন করবেন তারা। ফাঁকা ঢাকায় বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হবে। মহাসড়কের নিরাপত্তায় বিশেষ টহল ও নিরাপত্তা জোরদার করা হবে।

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৩:৪৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
৯৪ জন দেখেছেন

ঈদযাত্রার নিরাপত্তায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে: স্বরাষ্ট্র সচিব

আপডেট : ০৩:৪৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

এবারের ঈদযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি। তিনি বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছুটিতে নেই, ফলে ঈদে টানা ছুটি থাকলেও নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটবে না।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নাসিমুল গনি বলেন, ‘বিভিন্ন টার্মিনালসহ ঈদযাত্রায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদের টানা ছুটিতে পুলিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্কতার মধ্যে থাকবে। সব থানার স্বাভাবিক কার্যক্রম চালু থাকবে।’

নাসিমুল গনি বলেন, এ বছর দেশের প্রেক্ষাপট ভিন্ন হওয়ায় মানুষের জানমাল রক্ষায় অন্যান্য বারের চেয়ে অধিক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। যেকোনো ঝামেলা এড়াতে ৯৯৯ এ ফোন দিলে দ্রুত পুলিশের সহায়তা পাওয়া যাবে, কারণ পুলিশ এখন আগের চেয়ে অনেক অ্যাকটিভ।

তিনি বলেন, যারা ঢাকার বাইরে যাবেন রাস্তায় তাদের সমস্যা এড়াতে কঠোর থাকবে হাইওয়ে পুলিশ। ছুটিতে যারা ঢাকায় থাকবেন তারা যাতে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারে সে ব্যাপারে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, ঈদের ছুটিতে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সতর্ক থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২৪ ঘণ্টায় সতর্কভাবে দায়িত্ব পালন করবেন তারা। ফাঁকা ঢাকায় বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হবে। মহাসড়কের নিরাপত্তায় বিশেষ টহল ও নিরাপত্তা জোরদার করা হবে।