কটিয়াদীতে মোটরসাইকেল-ট্রাক্টর সংঘর্ষে স্কুল ছাত্রের মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে মোটরসাইকেল ট্রাক্টর সংঘর্ষে স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর দুজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার বিকালে উপজেলার জালালপুর ইউনিয়নের চরনোয়াকান্দি খামখেয়ালী বাজার এলাকার কটিয়াদী-মনোহরদী গ্রামীণ সড়কে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে নিহত মোজাম্মেল হোসেন উপজেলার মসূয়া ইউনিয়নের কাজীরচর উত্তরপাড়া গ্রামের মাইন উদ্দিনের ছেলে। সে খিদিরপুর সায়োস স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকালে মনোহরদী উপজেলার চরমান্দালিয়া মাস্টারবাড়ী ফুফুর বাড়ি থেকে মোটরসাইকেলে কটিয়াদী আসার পথে চরনোয়াকান্দি এলাকায় বিপরীত দিক থেকে মাটি বুঝাই একটি ট্রাক্টর বেপরোয়া গতিতে আসার সময় মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে ঘটনাস্থলেই মোজাম্মেল হোসেনের মৃত্যু হয়।
এ ঘটনায় তাঁর সাথে থাকা মনোহরদী উপজেলার চরমান্দালিয়া মাস্টারবাড়ি গ্রামের দুই ফুফাতো ভাই ইব্রাহিম ও রাসেল গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এসময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা ট্রাক্টরটি আটক করে রাখে।
কটিয়াদী মডেল থানার সাব ইন্সপেক্টর সুভাষ চন্দ্ৰ বৰ্মন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল লরি ট্রাকের সংঘর্ষে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে এবং দুজন আহত হয়েছে।
বাখ//আর