০৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

‘প্রথম বা দ্বিতীয় স্বাধীনতা না, তাদের কাছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা’

অনলাইন ডেস্ক

আপস করে বিগত সময় যারা রাজনীতি করেছে তাদের কাছে দ্বিতীয় স্বাধীনতার কোনো দাম নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘প্রথম স্বাধীনতা-দ্বিতীয় স্বাধীনতা তাদের কাছে গুরুত্বপূর্ণ না, তাদের কাছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা।’ আজ (বৃহস্পতিবার, ২৭ মার্চ) ২০২১ সালে মোদি-বিরোধী আন্দোলনে শহীদদের তালিকা প্রকাশ, রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচারের দাবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘গতকাল দেখলাম যে, প্রথম স্বাধীনতা- দ্বিতীয় স্বাধীনতা নিয়ে বির্তক হচ্ছে। আমরা যারা গত ১৬ বছর ধরে নির্যাতনের শিকার ছিলাম আমাদের কাছে অবশ্যই এইটা স্বাধীনতা। ৫ আগস্ট আমরা নতুন করে স্বাধীন হয়েছি।’

তিনি আরো বলেন, ‘যারা গত ১৫ থেকে ১৬ বছর নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি। আর যাদের ব্যাংক-ব্যালেন্স অক্ষুণ্ম ছিল। যারা আপস করে বিরোধী রাজনীতি করেছে, তাদের কাছে হয়তো এইটা স্বাধীনতা মনে হয় না। কারণ তারা সবসময় হয়তো স্বাধীন ছিল।’

নাহিদ ইসলাম বলেন, ‘তাদের কাছে প্রথম স্বাধীনতা গুরুত্বপূর্ণ না, দ্বিতীয় স্বাধীনতাও গুরুত্বপূর্ণ না— তাদের কাছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা।’

এ সময় মোদি বিরোধী আন্দোলনে আহত ও নিহতদের সুষ্ঠু বিচারের পাশাপাশি সঠিক সংখ্যা প্রকাশের দাবি করেন পরিবারের সদস্যরা। আহতদের অভিযোগ সে সময়ের স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আদেশে এই হত্যাযজ্ঞ চলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে খেয়ে না খেয়ে দিন পার করছেন বলেও জানান তারা।

নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ দল হিসেবে জুলাই গণহত্যা চালিয়েছে, তাই বিচার আগে নিশ্চিত করতে হবে।’ পরবর্তীতে তাদের বিচার হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।

রমজানের পর থেকে বিচার, সংস্কার আর গণপরিষদ নির্বাচন এই তিন এজেন্ডার দাবিতে সোচ্চার হবে জাতীয় নাগরিক পার্টি।

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ১১:২০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
১৩২ জন দেখেছেন

‘প্রথম বা দ্বিতীয় স্বাধীনতা না, তাদের কাছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা’

আপডেট : ১১:২০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

আপস করে বিগত সময় যারা রাজনীতি করেছে তাদের কাছে দ্বিতীয় স্বাধীনতার কোনো দাম নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘প্রথম স্বাধীনতা-দ্বিতীয় স্বাধীনতা তাদের কাছে গুরুত্বপূর্ণ না, তাদের কাছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা।’ আজ (বৃহস্পতিবার, ২৭ মার্চ) ২০২১ সালে মোদি-বিরোধী আন্দোলনে শহীদদের তালিকা প্রকাশ, রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচারের দাবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘গতকাল দেখলাম যে, প্রথম স্বাধীনতা- দ্বিতীয় স্বাধীনতা নিয়ে বির্তক হচ্ছে। আমরা যারা গত ১৬ বছর ধরে নির্যাতনের শিকার ছিলাম আমাদের কাছে অবশ্যই এইটা স্বাধীনতা। ৫ আগস্ট আমরা নতুন করে স্বাধীন হয়েছি।’

তিনি আরো বলেন, ‘যারা গত ১৫ থেকে ১৬ বছর নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি। আর যাদের ব্যাংক-ব্যালেন্স অক্ষুণ্ম ছিল। যারা আপস করে বিরোধী রাজনীতি করেছে, তাদের কাছে হয়তো এইটা স্বাধীনতা মনে হয় না। কারণ তারা সবসময় হয়তো স্বাধীন ছিল।’

নাহিদ ইসলাম বলেন, ‘তাদের কাছে প্রথম স্বাধীনতা গুরুত্বপূর্ণ না, দ্বিতীয় স্বাধীনতাও গুরুত্বপূর্ণ না— তাদের কাছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা।’

এ সময় মোদি বিরোধী আন্দোলনে আহত ও নিহতদের সুষ্ঠু বিচারের পাশাপাশি সঠিক সংখ্যা প্রকাশের দাবি করেন পরিবারের সদস্যরা। আহতদের অভিযোগ সে সময়ের স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আদেশে এই হত্যাযজ্ঞ চলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে খেয়ে না খেয়ে দিন পার করছেন বলেও জানান তারা।

নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ দল হিসেবে জুলাই গণহত্যা চালিয়েছে, তাই বিচার আগে নিশ্চিত করতে হবে।’ পরবর্তীতে তাদের বিচার হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।

রমজানের পর থেকে বিচার, সংস্কার আর গণপরিষদ নির্বাচন এই তিন এজেন্ডার দাবিতে সোচ্চার হবে জাতীয় নাগরিক পার্টি।