০৬:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মাগুরার মোহাম্মদপুরে স্ট্রোক করে হাতির মৃত্যু

মাগুরা প্রতিনিধি

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা সদরে চাঁদা তোলার সময় বুধবার একটি হাতির মৃত্যু হয়েছে। হাতিটি ভ্যান, রিকশা, মোটরসাইকেল ও অটোর কাছ থেকে টাকা আদায় করতে করতে যাচ্ছিলো।হাতি নিয়ে চাঁদা দায় মাগুরাতপ নিত্য নৈমিত্তিক ব্যাপার।

ধোয়াইল বাজার পার করে শ্যামনগর পৌছালে হাতিটা একখানা ভ্যানের উপর পা তুলে দিলে ভ্যানখানা ভেঙে যায়।এবং চালক আহত হয়।আহত ভ্যান চালককে ওরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এ সময় হাতির রক্ষক পালিয়ে যায়। অবশ্য হাতিটাকে দেখে একটু দৃর্বল বা অসুস্থ ছিল বলে মনে হয়েছে।

উল্লেখ্য দেশে এখন কোন অনুষ্ঠান বা সারকাস হয় না। হাতির মালিক পক্ষ হাতি কে পালনের জন্য রক্ষকদের মাধ্যমে তাদের নিজ অঞ্চলে পাঠিয়ে দেয়।হাতির খাবার অনেক ব্যয়বহুল তাই তারা বিভিন্ন অঞ্চলে গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কিছু অর্থ সহযোগিতা নিয়ে থাকে।এটাকে চাদা বলা যাবে না বরং হাতি কে বাঁচানোর জন্য এটি একটি সহযোগিতা বলা যায়।

বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৫:০১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
১১০ জন দেখেছেন

মাগুরার মোহাম্মদপুরে স্ট্রোক করে হাতির মৃত্যু

আপডেট : ০৫:০১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা সদরে চাঁদা তোলার সময় বুধবার একটি হাতির মৃত্যু হয়েছে। হাতিটি ভ্যান, রিকশা, মোটরসাইকেল ও অটোর কাছ থেকে টাকা আদায় করতে করতে যাচ্ছিলো।হাতি নিয়ে চাঁদা দায় মাগুরাতপ নিত্য নৈমিত্তিক ব্যাপার।

ধোয়াইল বাজার পার করে শ্যামনগর পৌছালে হাতিটা একখানা ভ্যানের উপর পা তুলে দিলে ভ্যানখানা ভেঙে যায়।এবং চালক আহত হয়।আহত ভ্যান চালককে ওরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এ সময় হাতির রক্ষক পালিয়ে যায়। অবশ্য হাতিটাকে দেখে একটু দৃর্বল বা অসুস্থ ছিল বলে মনে হয়েছে।

উল্লেখ্য দেশে এখন কোন অনুষ্ঠান বা সারকাস হয় না। হাতির মালিক পক্ষ হাতি কে পালনের জন্য রক্ষকদের মাধ্যমে তাদের নিজ অঞ্চলে পাঠিয়ে দেয়।হাতির খাবার অনেক ব্যয়বহুল তাই তারা বিভিন্ন অঞ্চলে গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কিছু অর্থ সহযোগিতা নিয়ে থাকে।এটাকে চাদা বলা যাবে না বরং হাতি কে বাঁচানোর জন্য এটি একটি সহযোগিতা বলা যায়।

বাখ//আর