০৭:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
রাউজানে শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ

রাউজানে শতাধিক সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে ঈদের দিনের খাদ্য সামগ্রী বিতরণ করেছে আনজুমানে খোদ্দামুল মুসলেমিন বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত মোছাফ্ফা শাখা। আজ বুধবার বিকেলে উপজেলার নোয়াপাড়া পথেরহাটের একটি বিপনি বিতানের হলে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবী সংস্থা নিষ্ঠা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আব্দুস সবুর৷ পথেরহাটের প্রবীণ ব্যবসায়ী নেতা আবু বক্কর সওদাগরের সভাপতিত্বে ও নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাফর ইকবাল মাস্টারের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ইউনুছ- আলমাস ফাউন্ডেশনের পরিচালক ও মেসার্স ইউনুছ অটো ট্রেডিং এবং মেসার্স জেনালের মোটর ট্রেডিং এর পরিচালক মুহাম্মদ আবু তাহের,বাংলাদেশ শিক্ষক সমিতির রাউজানের সদস্য সচিব নুর নবী, প্রথম আলোর প্রতিনিধি ও রাউজান প্রেসক্লাবের নির্বাহি সদস্য এস এম ইউসুফ উদ্দিন,সাবেক ইউপি সদস্য মুহাম্মদ জসিম উদ্দিন, সমাজ সেবক সৈয়দ আমিনুল ইসলাম,এটিএম নাছিম উদ্দিন।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন একেএম ইব্রাহিম কাজল,স.ম নজরুল ইসলাম, সেকান্দর আলম,মোহাম্মদ হাসান আলী, মুহাম্মদ খোকন, আব্দুল হাফিজ, শাহরিয়ার তালুকদার, নুরুল আলম,শফিউল আলম প্রমুখ।
বাখ//আর