০৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সারা দেশ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে এনসিপি: আখতার

অনলাইন ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘দল গঠনের পরে আমরা মাসখানেক সময় পেয়েছি। ইতোমধ্যে জাতীয় নাগরিক পার্টিকে মোটাদাগে দুইটি অঞ্চলে বিভক্ত করা হয়েছে, উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল। আমাদের মুখ্য সংগঠক যারা আছেন, তারা আরও কয়েকটি ছোট ছোট অঞ্চলে বিভক্ত করে সারা দেশে কমিটি গঠনের কার্যক্রম শুরু করেছেন। আমরা সারা দেশের মানুষের থেকে তাদের ইতিবাচক সাড়া পাচ্ছি।’

আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরীর আফানুল্লাহ গ্লাস ফ্যাক্টরি মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আখতার হোসেন। এ সময় তিনি বলেন, আগামী নির্বাচনে শক্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত হবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আখতার হোসেন বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির যোগসাজসে পরপর তিনটি ডামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, যারা গণহত্যাসহ বাংলাদেশের মানুষকে মানবতাবিরোধী অপরাধ চাপিয়ে দেয়, এই শক্তি কোনোভাবেই গণতন্ত্রের পক্ষের শক্তি নয়। গণতন্ত্রকামী কোনো দেশ কোনো ভাবেই কোনো ফ্যাসিবাদী শক্তিকে তাদের দেশে রাজনীতি করার অধিকার দেয় না।

ফ্যাসিবাদী শক্তি যদি নির্বাচনে না আসতে পারে তার মধ্যে গণতন্ত্রের বিজয় সূচিত হবে বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে কোনো সমন্বয়হীনতা নেই বলে দাবি করেছেন দলটির সদস্যসচিব আখতার হোসেন। তাঁর ভাষ্য, গণ-অভ্যুত্থানের প্রথম সারির নেতৃত্বের সবাই এই দলের হাল ধরেছেন। এটি একক কোনো ব্যক্তির নিয়ন্ত্রণাধীন দল নয়।

এসময় নাগরিক পার্টির জেলা ও মহানগর কমিটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৪:১৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
১১৮ জন দেখেছেন

সারা দেশ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে এনসিপি: আখতার

আপডেট : ০৪:১৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘দল গঠনের পরে আমরা মাসখানেক সময় পেয়েছি। ইতোমধ্যে জাতীয় নাগরিক পার্টিকে মোটাদাগে দুইটি অঞ্চলে বিভক্ত করা হয়েছে, উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল। আমাদের মুখ্য সংগঠক যারা আছেন, তারা আরও কয়েকটি ছোট ছোট অঞ্চলে বিভক্ত করে সারা দেশে কমিটি গঠনের কার্যক্রম শুরু করেছেন। আমরা সারা দেশের মানুষের থেকে তাদের ইতিবাচক সাড়া পাচ্ছি।’

আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরীর আফানুল্লাহ গ্লাস ফ্যাক্টরি মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আখতার হোসেন। এ সময় তিনি বলেন, আগামী নির্বাচনে শক্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত হবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আখতার হোসেন বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির যোগসাজসে পরপর তিনটি ডামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, যারা গণহত্যাসহ বাংলাদেশের মানুষকে মানবতাবিরোধী অপরাধ চাপিয়ে দেয়, এই শক্তি কোনোভাবেই গণতন্ত্রের পক্ষের শক্তি নয়। গণতন্ত্রকামী কোনো দেশ কোনো ভাবেই কোনো ফ্যাসিবাদী শক্তিকে তাদের দেশে রাজনীতি করার অধিকার দেয় না।

ফ্যাসিবাদী শক্তি যদি নির্বাচনে না আসতে পারে তার মধ্যে গণতন্ত্রের বিজয় সূচিত হবে বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে কোনো সমন্বয়হীনতা নেই বলে দাবি করেছেন দলটির সদস্যসচিব আখতার হোসেন। তাঁর ভাষ্য, গণ-অভ্যুত্থানের প্রথম সারির নেতৃত্বের সবাই এই দলের হাল ধরেছেন। এটি একক কোনো ব্যক্তির নিয়ন্ত্রণাধীন দল নয়।

এসময় নাগরিক পার্টির জেলা ও মহানগর কমিটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।