০৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কী দিলেন আর কী নিয়ে গেলেন হামজা?

স্পোর্টস ডেস্ক

ঢাকায় ফেরার পরদিনই ইংল্যান্ডের বিমান ধরেছেন হামজা চৌধুরী। বাংলাদেশের ফুটবল প্রেমীদের অন্যতম সেরা এক সপ্তাহের স্বাক্ষী উপহার দেয়া হামজা ফিরলেন পুরনো ঠিকানা শেফিল্ড ইউনাইটেড। ভারতের সাথে ফিরতি লেগে আবারও ঢাকায় আসার কথা রয়েছে হামজার। এই ক’দিনে হামজা কী দিলেন আর কী নিয়ে গেলেন?

বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য স্বপ্নের মতো দশ দিন! উপলক্ষ্যের নাম হামজা চৌধুরী। ২০২৩ সালের পর হঠাৎ মরুভূমিতে পরিণত হওয়া ফুটবল অরণ্যে এক চিলতে রোদ হয়ে এসেছিলেন হামজা। পরম আরাধ্য সেই আলোর কতটুকু ধারণ করতে পারবে বাংলাদেশ? সেই প্রশ্নটা রেখেই আপাতত বিদায় জানিয়েছেন দেশকে।

হামজার বাংলাদেশে আসার ঘটনা দেশের গণ্ডি পেরিয়ে শিরোনাম হয়েছে পুরো দক্ষিণ এশিয়াতেই। নামে-ভারে-ধারে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজার ধারের কাছেও নেই উপমহাদেশের কেউ! ‘হামজা বাংলাদেশের মেসি’ হামজা ইফেক্ট বোঝাতে ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার এই একটি লাইনই যথেষ্ট। আসার পর থেকেই অনুশীলন-মাঠ-কিংবা মাঠের বাইরে সব জায়গায় সবার মধ্যমণি ছিলেন সিলেটের হবিগঞ্জের এই ফুটবলার।

হামজা চৌধুরী বলেন, ‘ধন্যবাদ, মি আসলে বলে বোঝাতে পারবো না আমার অনুভূতি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। ইনশাআল্লাহ আমি আবার জুন মাসে ফিরবো। আমার সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন। আমার ছেলের জন্যও দোয়া করবেন। জুন মাসে দু’টি বড় খেলা আছে। আবারও দেখা হবে ইনশাআল্লাহ।’

ভারতের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচেই অপেক্ষার অবসান ঘটিয়ে তৃষ্ণা মিটিয়েছেন ভক্তদের। রক্ষণ আর মাঝমাঠে বল দখল কিংবা পায়ের কারিকুরিতে তটস্থ করে রেখেছেন প্রতিপক্ষকে। অধিনায়ক না হয়েও খেলেছেন দলনেতার মতো। প্রিমিয়ার লিগ তারকার জাদুতে মুগ্ধ হয়েছেন সবাই। অবশ্য লাল-সবুজের জার্সিতে হামজা তার নিজের সামর্থ্য জানান দিয়েছেন শতভাগ। কিন্তু তাতে আরও বেশি প্রকট হয়ে উঠেছে দলে স্ট্রাইকার বা গোলস্কোরারের অভাব।

হামজার নিজের আলোতে বাংলাদেশ ফুটবল দল কতদূর যেতে পারবে সেটা নিয়ে তাই শঙ্কা থাকছেই। আর তাই প্রচ্ছন্ন একটা প্রশ্ন থেকেই যাচ্ছে ভক্তদের ভালোবাসা আর প্রশংসা নিয়েই ইংল্যান্ড যাচ্ছেন তবে সাথে হামজার সঙ্গী কী অভিষেকটা জয় দিয়ে শুরু করতে না পারার আক্ষেপও?

বিদায় বেলায় হামজা জুনে ফেরার বার্তা দিয়ে গেছেন। আর ভারতের ম্যাচে দিয়ে গেছেন স্ট্রাইকার খোঁজার বার্তা।

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০১:৫৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
১১৮ জন দেখেছেন

কী দিলেন আর কী নিয়ে গেলেন হামজা?

আপডেট : ০১:৫৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫

ঢাকায় ফেরার পরদিনই ইংল্যান্ডের বিমান ধরেছেন হামজা চৌধুরী। বাংলাদেশের ফুটবল প্রেমীদের অন্যতম সেরা এক সপ্তাহের স্বাক্ষী উপহার দেয়া হামজা ফিরলেন পুরনো ঠিকানা শেফিল্ড ইউনাইটেড। ভারতের সাথে ফিরতি লেগে আবারও ঢাকায় আসার কথা রয়েছে হামজার। এই ক’দিনে হামজা কী দিলেন আর কী নিয়ে গেলেন?

বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য স্বপ্নের মতো দশ দিন! উপলক্ষ্যের নাম হামজা চৌধুরী। ২০২৩ সালের পর হঠাৎ মরুভূমিতে পরিণত হওয়া ফুটবল অরণ্যে এক চিলতে রোদ হয়ে এসেছিলেন হামজা। পরম আরাধ্য সেই আলোর কতটুকু ধারণ করতে পারবে বাংলাদেশ? সেই প্রশ্নটা রেখেই আপাতত বিদায় জানিয়েছেন দেশকে।

হামজার বাংলাদেশে আসার ঘটনা দেশের গণ্ডি পেরিয়ে শিরোনাম হয়েছে পুরো দক্ষিণ এশিয়াতেই। নামে-ভারে-ধারে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজার ধারের কাছেও নেই উপমহাদেশের কেউ! ‘হামজা বাংলাদেশের মেসি’ হামজা ইফেক্ট বোঝাতে ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার এই একটি লাইনই যথেষ্ট। আসার পর থেকেই অনুশীলন-মাঠ-কিংবা মাঠের বাইরে সব জায়গায় সবার মধ্যমণি ছিলেন সিলেটের হবিগঞ্জের এই ফুটবলার।

হামজা চৌধুরী বলেন, ‘ধন্যবাদ, মি আসলে বলে বোঝাতে পারবো না আমার অনুভূতি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। ইনশাআল্লাহ আমি আবার জুন মাসে ফিরবো। আমার সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন। আমার ছেলের জন্যও দোয়া করবেন। জুন মাসে দু’টি বড় খেলা আছে। আবারও দেখা হবে ইনশাআল্লাহ।’

ভারতের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচেই অপেক্ষার অবসান ঘটিয়ে তৃষ্ণা মিটিয়েছেন ভক্তদের। রক্ষণ আর মাঝমাঠে বল দখল কিংবা পায়ের কারিকুরিতে তটস্থ করে রেখেছেন প্রতিপক্ষকে। অধিনায়ক না হয়েও খেলেছেন দলনেতার মতো। প্রিমিয়ার লিগ তারকার জাদুতে মুগ্ধ হয়েছেন সবাই। অবশ্য লাল-সবুজের জার্সিতে হামজা তার নিজের সামর্থ্য জানান দিয়েছেন শতভাগ। কিন্তু তাতে আরও বেশি প্রকট হয়ে উঠেছে দলে স্ট্রাইকার বা গোলস্কোরারের অভাব।

হামজার নিজের আলোতে বাংলাদেশ ফুটবল দল কতদূর যেতে পারবে সেটা নিয়ে তাই শঙ্কা থাকছেই। আর তাই প্রচ্ছন্ন একটা প্রশ্ন থেকেই যাচ্ছে ভক্তদের ভালোবাসা আর প্রশংসা নিয়েই ইংল্যান্ড যাচ্ছেন তবে সাথে হামজার সঙ্গী কী অভিষেকটা জয় দিয়ে শুরু করতে না পারার আক্ষেপও?

বিদায় বেলায় হামজা জুনে ফেরার বার্তা দিয়ে গেছেন। আর ভারতের ম্যাচে দিয়ে গেছেন স্ট্রাইকার খোঁজার বার্তা।