০৮:১৪ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
চৌহালীতে জামায়াতের ইফতার মাহফিল

সিরাজগঞ্জের চৌহালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে, ২৭ মার্চ বৃহস্পতিবার বিকাল তিনটায় উপজেলার খাষকাউলিয়া খারিজিয়া মাদ্রাসা মাঠে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌহালী উপজেলার আমীর মাওলানা আবু সাঈদ মো: ছালেহ এর সভাপতিত্বে, এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সিরাজগঞ্জ -০৫ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ মো: আলী আলম, বিশেষ অতিথি ছিলেন মো: ওমর ফারুক, সাধারণ সম্পাদক মাওলানা আবুল বাশার, জামাত নেতা আবদুল হালিম,সহকারী শিক্ষক ছোরোয়ার হোসেন ও আবদুল মালেক প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন,সদর ইউনিয়ন জামায়াতে ইসলামের সর্বস্তরের নেতাকর্মীরা।বক্তারা ইসলামী রাষ্ট্র কায়েম করার গুরুত্ব এবং উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন। তারা বলেন, ইসলামী রাষ্ট্র কায়েম হলে সমাজে সত্য, ন্যায় এবং শাসনের এক নতুন দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠিত হবে।
বাখ//আর