০৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কুয়াকাটায় চলছে শেষ সময়ের প্রস্তুতি, ঈদের ৯ দিনে ৯ লাখ পর্যটক আগমনের আশা

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
বিগত বছরগুলোতে ঈদ পরবর্তী টানা ১৫ দিন পর্যটকের ভীড়ে মুখরিত ছিলো পটুয়াখালীর পর্যটন কেন্দ্র সাগরকন্যা কুয়াকাটা। এবার আরও বেশি সংখ্যক পর্যটক আগমনের আশা করছেন ব্যবসায়ীরা।
 ইতিমধ্যে আগাম বুকিং হয়েছে অধিকাংশ হোটেল মোটেল। তাই পর্যটকদের বরনে নতুন করে সাজানো হচ্ছে সবকিছু। রং তুলির আঁচড় এবং ধুয়ে মুছে পরিচ্ছন্ন করা হচ্ছে হোটেল মোটেল। এছাড়া সৈকতের ছাতা বেঞ্চি থেকে শুরু করে ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোতে দেয়া হচ্ছে নতুন রুপ। মোটকথা পর্যটন সংশ্লিষ্ট ১৬ পেশার সঙ্গে জড়িত সবাই পার করছেন ব্যস্ত সময়। তবে এবার ঈদে টানা ৯ দিনের সরকারী ছুটি থাকলেও ইদের দিন ৩১ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত ৯ দিনে ৯ লাখ পর্যটক আগমেনর আশা করছেন ব্যবসায়ীরা। আগত পর্যটকদের নিরাপত্তা দিতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ট্যুরিষ্ট পুলিশ।
হোটেল মোটেল ওনার্স অসোসিয়েশনের সভাপতি মোতালেব শরিফ বলেন, আমরা আশাবাদী পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ লম্বা ৯ দিনের ছুটিকে কেন্দ্র করে  কুয়াকাটায় নয় লক্ষ  ট্যুরিস্টের আগমন হবে।আবার আগের মত প্রাণ খুঁজে পাবে কুয়াকাটা সমুদ্র সৈকত, হাসি ফুটবে সকল ব্যবসায়ীদের মনে। ইতিমধ্যেই বড় হোটেল মোটেল গুলোতে ৬০% এবং ছোট হোটেল গুলো ৭০% এর মত আগাম বুকিং হয়েছে।দুই এক দিনের মধ্যে আরো বুকিং বাড়বে।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ শাখাওয়াত হোসেন তপু জানান, ঈদের বন্ধে পর্যটকদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন পর্যটন স্পট গুলোতে ছড়িয়ে-ছিটিয়ে থাকবে ট্যুরিস্ট পুলিশের বেশ কয়েকটি টিম। পাশাপাশি সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং করা হবে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বলেন, এ বছর লম্বা ছুটির কারনে ব্যাপক পর্যটকের আগমন ঘটবে মনে করে পর্যটকদের নিরাপত্তা জোরদার করেছি। মহিপুর থানা পুলিশ, কুয়াকাটা টুরিস্ট পুলিশ, ও কুয়াকাটা পৌর সভার পক্ষ থেকে পর্যটকদের সেবায় সার্বক্ষনিক প্রস্তুত রয়েছে।
বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৫:২৯:২১ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
৭৯ জন দেখেছেন

কুয়াকাটায় চলছে শেষ সময়ের প্রস্তুতি, ঈদের ৯ দিনে ৯ লাখ পর্যটক আগমনের আশা

আপডেট : ০৫:২৯:২১ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
বিগত বছরগুলোতে ঈদ পরবর্তী টানা ১৫ দিন পর্যটকের ভীড়ে মুখরিত ছিলো পটুয়াখালীর পর্যটন কেন্দ্র সাগরকন্যা কুয়াকাটা। এবার আরও বেশি সংখ্যক পর্যটক আগমনের আশা করছেন ব্যবসায়ীরা।
 ইতিমধ্যে আগাম বুকিং হয়েছে অধিকাংশ হোটেল মোটেল। তাই পর্যটকদের বরনে নতুন করে সাজানো হচ্ছে সবকিছু। রং তুলির আঁচড় এবং ধুয়ে মুছে পরিচ্ছন্ন করা হচ্ছে হোটেল মোটেল। এছাড়া সৈকতের ছাতা বেঞ্চি থেকে শুরু করে ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোতে দেয়া হচ্ছে নতুন রুপ। মোটকথা পর্যটন সংশ্লিষ্ট ১৬ পেশার সঙ্গে জড়িত সবাই পার করছেন ব্যস্ত সময়। তবে এবার ঈদে টানা ৯ দিনের সরকারী ছুটি থাকলেও ইদের দিন ৩১ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত ৯ দিনে ৯ লাখ পর্যটক আগমেনর আশা করছেন ব্যবসায়ীরা। আগত পর্যটকদের নিরাপত্তা দিতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ট্যুরিষ্ট পুলিশ।
হোটেল মোটেল ওনার্স অসোসিয়েশনের সভাপতি মোতালেব শরিফ বলেন, আমরা আশাবাদী পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ লম্বা ৯ দিনের ছুটিকে কেন্দ্র করে  কুয়াকাটায় নয় লক্ষ  ট্যুরিস্টের আগমন হবে।আবার আগের মত প্রাণ খুঁজে পাবে কুয়াকাটা সমুদ্র সৈকত, হাসি ফুটবে সকল ব্যবসায়ীদের মনে। ইতিমধ্যেই বড় হোটেল মোটেল গুলোতে ৬০% এবং ছোট হোটেল গুলো ৭০% এর মত আগাম বুকিং হয়েছে।দুই এক দিনের মধ্যে আরো বুকিং বাড়বে।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ শাখাওয়াত হোসেন তপু জানান, ঈদের বন্ধে পর্যটকদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন পর্যটন স্পট গুলোতে ছড়িয়ে-ছিটিয়ে থাকবে ট্যুরিস্ট পুলিশের বেশ কয়েকটি টিম। পাশাপাশি সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং করা হবে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বলেন, এ বছর লম্বা ছুটির কারনে ব্যাপক পর্যটকের আগমন ঘটবে মনে করে পর্যটকদের নিরাপত্তা জোরদার করেছি। মহিপুর থানা পুলিশ, কুয়াকাটা টুরিস্ট পুলিশ, ও কুয়াকাটা পৌর সভার পক্ষ থেকে পর্যটকদের সেবায় সার্বক্ষনিক প্রস্তুত রয়েছে।
বাখ//আর