০২:৫৫ পূর্বাহ্ন, রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আজ বাউফলে ১৪ গ্রামে ঈদ উৎসব পালিত হচ্ছে

নুরুল ইসলাম সিদ্দিকী (মাসুম), বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলায় আজ রবিবার পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। উপজেলার ১৪ গ্রামের প্রায় ২৬ হাজার মুসলিম তাদের পবিত্র এ উৎসব উদ্যাপন করেছেন। সৌদিআরবের সাথে সমন্বয় রেখে জাহাগিরিয়া শাহসুফী মমতাজিয়া দরবার শরিফ এলাহাবাদ চন্দনাইস চট্রগ্রাম এর অনুসারীরা প্রতি বছর ১দিন আগে তারা ঈদ উৎসব পালন করেন।

সকাল সারে ৯টায় ঈদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয় উত্তর চন্দ্রপাড়া শাহসূফী মমতাজিয়া জামে মসজিদে। ওই নামাজে খুতবা প্রদান করেন শাহসুফি মমতাজিয়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. রাসেদ। মসজিদের সভাপতি আলী আহম্মদ খান জানান, হানিফী মাযহাবের মতে শাওয়াল মাসের চাঁদ পশ্চিম আকাশে দেখা দিলে উহার সংবাদ পূর্বপ্রান্তে এসে পৌছাইলে সকলের জন্য ঈদ করা ওয়াজিব হয়ে যায়।

এ ছাড়াও উপজেলার বগা, বানাজোরা, বামনিকাঠী, ধাউড়াভাঙ্গা, চাঁদপাল, সাবপুরা, রাজনগর, শাপলাখালী (পুরাতন), শাপলাখালী (নতুন), কনকদিয়া, সূর্দী, দ্বিপাশা, গোসিংগা, মদনপুরা, চন্দ্রপাড়া, মাঝপাড়া, তাঁতেরকাঠী ও কাশিপুর গ্রামের পরিবারগুলো আজ পবিত্র ঈদুল ফিতর উৎসব পালন করেছেন। ঈদ উপলক্ষে গ্রাম গুলোতে আনন্দ বিরাজ করছে। একে অপরের প্রতি ঈদ শুভেচ্ছা বিনময় করেন।

বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০২:৫৯:২৮ অপরাহ্ন, রোববার, ৩০ মার্চ ২০২৫
৭৯ জন দেখেছেন

আজ বাউফলে ১৪ গ্রামে ঈদ উৎসব পালিত হচ্ছে

আপডেট : ০২:৫৯:২৮ অপরাহ্ন, রোববার, ৩০ মার্চ ২০২৫

পটুয়াখালীর বাউফল উপজেলায় আজ রবিবার পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। উপজেলার ১৪ গ্রামের প্রায় ২৬ হাজার মুসলিম তাদের পবিত্র এ উৎসব উদ্যাপন করেছেন। সৌদিআরবের সাথে সমন্বয় রেখে জাহাগিরিয়া শাহসুফী মমতাজিয়া দরবার শরিফ এলাহাবাদ চন্দনাইস চট্রগ্রাম এর অনুসারীরা প্রতি বছর ১দিন আগে তারা ঈদ উৎসব পালন করেন।

সকাল সারে ৯টায় ঈদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয় উত্তর চন্দ্রপাড়া শাহসূফী মমতাজিয়া জামে মসজিদে। ওই নামাজে খুতবা প্রদান করেন শাহসুফি মমতাজিয়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. রাসেদ। মসজিদের সভাপতি আলী আহম্মদ খান জানান, হানিফী মাযহাবের মতে শাওয়াল মাসের চাঁদ পশ্চিম আকাশে দেখা দিলে উহার সংবাদ পূর্বপ্রান্তে এসে পৌছাইলে সকলের জন্য ঈদ করা ওয়াজিব হয়ে যায়।

এ ছাড়াও উপজেলার বগা, বানাজোরা, বামনিকাঠী, ধাউড়াভাঙ্গা, চাঁদপাল, সাবপুরা, রাজনগর, শাপলাখালী (পুরাতন), শাপলাখালী (নতুন), কনকদিয়া, সূর্দী, দ্বিপাশা, গোসিংগা, মদনপুরা, চন্দ্রপাড়া, মাঝপাড়া, তাঁতেরকাঠী ও কাশিপুর গ্রামের পরিবারগুলো আজ পবিত্র ঈদুল ফিতর উৎসব পালন করেছেন। ঈদ উপলক্ষে গ্রাম গুলোতে আনন্দ বিরাজ করছে। একে অপরের প্রতি ঈদ শুভেচ্ছা বিনময় করেন।

বাখ//আর