দিনাজপুরের বিরল উপজেলার শাহ পাড়া জামে মসজিদের ইফতার মাহফিল

সুশৃংখল ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলো দিনাজপুরের বিরল উপজেলার শাহ্ পাড়া জামে মসজিদের উদ্যোগে ইফতার মাহফিল। গতকাল দুপুরের পর থেকে শুরু হয় এই আয়োজন। বাদ আসরের পর থেকেই শুরু হয়ে ইফতার মাহফিলের কর্মযজ্ঞ। মসজিদ প্রাঙ্গণের পাশে লিচু তলায় রান্না হয় মাংস ও ভাত। এর সাথে ঠাকুরী কালাইয়ের ডাইল। ইফতারি আয়োজনের মধ্যে ছিল ছোলা, বুন্দিয়া, আঙ্গুর, আপেল, খই মুড়ি, বড়া, তরমুজ সহ আরো বিভিন্ন ধরনের ইফতারি আইটেম। সেই সাথে সারাদিন রোজা রাখার পর এক গ্লাস শরবত জেনে ছিল অমৃত তুল্য।
মসজিদ কমিটির নির্দেশনা মতে এই মহতী আয়োজনের মধ্যমণিদের মধ্যে ছিল বাবু, জাহাঙ্গীর আলম, জিল্লুর রহমান, মুশফিকুর রহমান, আইনুল হক, সাব্বির রহমান, আতিক সকলেই এই আয়োজনকে সফল করতে সকাল থেকেই প্রাণান্ত প্রচেষ্টা চালান।
মাগরিবের আজানের সাথে সাথে মুসল্লিরা মুখে পানি দিয়ে প্রথমে ইফতার গ্রহণ করে। পরবর্তীতে মাগরিবের নামাজের পরে সেখানে মাংস ও ঠাকুরী কালাইয়ের ডাল রোজাদারদের ভুরি ভজে প্রশান্তি এনে দেয়।
এ সময়ে এলাকার মুরুব্বিয়ান ও মসজিদের ইমাম হাফেজ মোঃ মেহরাব আলী, এলাকার মুরুব্বী শহীদুর রহমান, মোতাহার হোসেন, আব্দুল জলিল, আমিনুল ইসলাম, মোজাহার হোসেন, নুরুল ইসলাম, ডা: শাহ্ ইসমাইল, মসজিদ কমিটির সভাপতি মোঃ খাদেমুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু তাহেরসহ লিচুর মৌসুম হওয়ায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত মৌয়ালরাও ইফতার মাহফিলে অংশ নেয়।
বাখ//আর