০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরে কয়েকটি উপজেলায় ৪৪ টি জামাত অনুষ্ঠিত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের বেশ কয়েকটি উপজেলার কয়েকটি গ্রাম পবিত্র ঈদুল ফিতরের ৪৪টি জামাত অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের সদর উপজেলা, বিরামপুর, চিরিরবন্দর, বিরল, কাহারোলসহ জেলার বেশ কয়েকটি উপজেলায় সৌদিআরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করে মুসল্লিরা।
আজ রবিবার সকাল ৮টায় জেলা শহরের চারুবারুর মোড়স্থ পার্টি সেন্টারে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। দিনাজপুর বিরল উপজেলার ফ্যামিলি কেয়ার ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আব্দুর রাজ্জআক এ নামাজে ইমামতি করেন।
নামাজে সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা প্রায় ৩ শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। এই জামাতে পুরুষের পাশাপাশি নারীরাও নামাজ আদায় করেছেন।
আয়োজকরা জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের সদর, চিরিরবন্দর, পার্বতীপুর, বিরামপুর ও কাহারোলের কিছু এলাকায় পবিত্র ঈদুল ফিতর উদযাপতি হয়েছে।
বাখ//আর